WB Corona LIVE Updates: করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৯ জনের মৃত্যু
সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। সারা দেশেই অক্সিজেন যোগানের সংকট দেখা দিয়েছে।
LIVE
Background
কলকাতা: সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। সারা দেশেই অক্সিজেন যোগানের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স রাজ্যের। মুখ্যসচিবের নেতৃত্বে ৬ সদস্যের টাস্ক ফোর্স। আজই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। অক্সিজেনের জোগান এবং কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা।
উল্লেখ্য, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত। রাজ্যে ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। ৫৬ জনের মৃত্যু হল একদিনে। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ।
বুধবার স্বাস্থ্য দফতরের পরিংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৮৪ । গত ২৪ ঘণ্টায় রাজ্যো মোট করোনায় মৃত্যু ৫৮। গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ৫৬৮, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ১৪৯ ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর ৷ মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৯৩,২৭৯ জন ৷ এখনও পর্যন্ত দেশে ১৩,৫৪,৭৮,৪২০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
Corona LIVE Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১২,৮৭৬ জন
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন।
WB Corona LIVE Updates: কলকাতায় একদিনে আক্রান্ত ২৮৩০ জন
ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা। গোটা দেশের মতো বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত ২৮৩০ জন।
Corona LIVE Updates: ক্ষমতায় এলে রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির
বাংলায় ক্ষমতায় এলে রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন। ‘ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রত্যেককে দেওয়া হবে বিনামূল্যে ভ্যাকসিন’, ট্যুইট করে জানাল বিজেপি ।
WB Corona LIVE Updates: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ, জানাল বাঁকুড়া পুরসভা
করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ, জানাল বাঁকুড়া পুরসভা। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত, খবর সূত্রের। ‘যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁরা দ্বিতীয় ডোজ পাবেন’, নোটিস দিয়ে জানাল বাঁকুড়া পুরসভা।
WB Corona LIVE Updates: করোনায় মৃদু আক্রান্তকে দেওয়া যাবে 'ভিরাফিন'
করোনায় মৃদু আক্রান্তকে দেওয়া যাবে 'ভিরাফিন', ডিসিজিআই-এর ছাড়পত্র পেল জাইডাস।