এক্সপ্লোর
Priyanka Chopra: বিদেশের বাড়িতে পুজোর আয়োজন, স্বামী-সন্তানকে নিয়ে সংকল্পও, নিক ও মালতীর সঙ্গে দিওয়ালি উদযাপন প্রিয়ঙ্কার
Celebrity Diwali Celebrations: বিদেশে গিয়েও দেশের প্রতি টান যায়নি। দিওয়ালি উদযাপন করলেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
ছবি: প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

অভিনয়ের বাইরে নিজস্ব আলাদা জগৎ তৈরি করেছেন তিনি। কাজের বাইরে পরিবারের সঙ্গে একেবারে অন্য মানুষ তিনি। দেশের বাইরে থাকলেও, শিকড় ভোলেননি 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া।
2/10

শিকড়ের প্রতি নিজের টান আবারও তুলে ধরলেন প্রিয়ঙ্কা। বিদেশে বসেই আলোর উৎসবে শামিল হলেন নায়িকা। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতী মেরিকে নিয়ে দিওয়ালি উদযাপন করলেন।
3/10

দু'দফায় দিওয়ালি পালন করেছেন প্রিয়ঙ্কা। প্রথমে দিওয়ালি এবং হ্যালউইন একসঙ্গে পালন করেন। তার পর পুজো-অর্চনার মাধ্যমে দিওয়ালি পালন করেন।
4/10

দিওয়ালিতে একেবারে ভারতীয় সাজেই দেখা যায় প্রিয়ঙ্কা, নিক এবং মালতীকে। প্রথমে লাল শাড়ি পরেছিলেন প্রিয়ঙ্কা। মালতীর পরনে ছিল লাল কুর্তার সেট। নিক পরেছিলেন সাদা কুর্তা-পাজামা এবং জহর কোট।
5/10

এর পর পুজোয় অংশগ্রহণের সময় প্রিয়ঙ্কা পরেছিলেন ফ্লোরাল শাড়ি। নিক কুর্তা। ছোট্ট মালতী পরনে ছিল লেহঙ্গা-চোলি, অবশ্যই মা-বাবার সঙ্গে রং মিলিয়ে।
6/10

একসঙ্গে পুজোয় অংশ নেন প্রিয়ঙ্কা, নিক এবং মালতী। তাঁদের বন্ধুবান্ধব, পরিজনদেরও পুজোয় অংশ নিতে দেখা যায়। একসঙ্গে সংকল্পও করেন তাঁরা।
7/10

নিকের কোলে বসে থাকা মালতীকে আদরও করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। একদৃষ্টে নিকের দিকে তাকিয়ে ছিলেন তিনি। দৃষ্টিতে ছিল, ভালবাসা, প্রাপ্তির স্বীকারোক্তি।
8/10

বাড়ির বাগানেও একসঙ্গে দেখা যায় তিন জনকে। আবার পুজোর আগে মা-বাবার সঙ্গে হাসি-খুশি মালতীকে খুনসুটি করতে দেখা যায়।
9/10

খাওয়াদাওয়ারও এলাহি ব্যবস্থা ছিল প্রিয়ঙ্কার বিদেশের বাড়িতে। বন্ধুবান্ধুব, পরিজনদের জন্য বিশেষ পদ রাঁধা হয়।
10/10

বাড়ির বাগানে মালতির সঙ্গে আতসবাজি পোড়াতে দেখা যায় নিককে। এই দিওয়ালিতে পৃথিবীর সর্বত্র শান্তি বজায় থাকুক বলে প্রার্থনা করেছেন প্রিয়ঙ্কা।
Published at : 02 Nov 2024 07:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















