Youngest Entrepreneur: পড়াশোনায় ইতি মাঝপথেই, স্টার্টআপ গড়ে বেনজির সাফল্য দুই বন্ধুর, এক বছরে দেশের কনিষ্ঠতম ধনী
Hurun Rich List: নিত্যদিনের খাদ্যসামগ্রী, মণিহারি পণ্য কেনার ই-গ্রোসারি সংস্থা Zepto-র প্রতিষ্ঠাতা কৈবল্য এবং আদিত।
নয়াদিল্লি: ভোটাধিকারের নিরিখে প্রাপ্তবয়স্ক হলেও, কৈশোরকাল এখনও শেষ হয়নি। তাতেই সাফল্যের নজির ভারতীয়র। দেশের কনিষ্ঠতম বিত্তশালীর (Youngest Entrepreneur) তালিকায় নাম উঠল ১৯ বছরের কৈবল্য বোহরার (Kaivalya Vohra)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার কোটি টাকা। স্টার্টআপের দৌলতেই এমন নজির গড়েছেন কৈবল্য। তাঁর সতীর্থ, আদিত পালিচা 9Aadit Palicha) বয়সে মাত্র এক বছর বড়। তাঁর সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। তবে উত্তরাধিকার সূত্রে নয়, স্বনির্ভর ভাবেই দেশের সেরা বিত্তশালীদের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বন্ধু।
দেশের কনিষ্ঠতম ধনী কৈবল্য বোহরা
নিত্যদিনের খাদ্যসামগ্রী, মণিহারি পণ্য কেনার ই-গ্রোসারি সংস্থা Zepto-র প্রতিষ্ঠাতা কৈবল্য এবং আদিত। দ্রুত গ্রাহকের পণ্য পৌঁছে দেয় ওই সংস্থা। দেশের সেরা ধনীদের তালিকায় ১০৩৬তম স্থানে রয়েছেন কৈবল্য। আদিত রয়েছেন ৯৫০তম স্থানে। এর আগে, আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিনের ই-কমার্স বিভাগের ৩০ অনূর্ধ্ব এশিয়ার ধনী তালিকাতেও জায়গা করে নেন দু’জনে। কৈবল্য এবং আদিতের এই সাফল্যে ভারতের অর্থনীতিতে স্টার্টআপের অবদানই পরিলক্ষিত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
কৈবল্য এবং আদিত ছোটবেলার বন্ধু। দু’জনই প্রবাসী ভারতীয়। বড় হওয়া দুবাইয়ে। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যৌথ ভাবে ব্যবসার কথা মাথায় আসে। সেখানে দু’জনেই কম্পিউটার সায়েন্স পড়তে গিয়েছিলেন। কিন্তু ব্যবসার দিকে ঝোঁক ছিল দু’জনেরই। তাই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসেন। প্রথমে ২০২০ সালে Kiranakart নামের একটি স্মাটআপ খোলেন। তার পর এক বছর আগে, ২০২১ সালে Zepto-র প্রতিষ্ঠা করেন তাঁরা। করোনা কালে সেই সময় নিত্যপণ্য কিনতে অনলাইন মাধ্যমই ভরসা নাগরিকদের, সেই সুযোগকেই কাজে লাগান দুই বন্ধু। প্রথমে প্রয়োজনীয় জরুরি পণ্যই পৌঁছে দিতেন তাঁরা। ধীরে ধীরে খাদ্য, মণিহারি পণ্যও যুক্ত হয় তালিকায়। বর্তমানে গরম চা, কফিও পৌঁছে দেয় ওই সংস্থা। এ ছাড়াও শাক-সবজি, দুধও বাড়ি বাড়ি পৌঁছে দেয়।
আরও পড়ুন: Gautam Adani - Mukesh Ambani: কেউ কাউকে ভাতে মারবেন না, আদানি-আম্বানির মধ্যে গোপন চুক্তি!