করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ইন্ডিগো-কর্মীর
মৃত কর্মী একজন এয়ারক্র্যাফ্ট মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার ছিলেন।
মুম্বই: করোনায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ে মারা গেলেন ইন্ডিগো বিমান সংস্থার এক কর্মী। ওই কর্মী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও, সংবাদসংস্থা সূত্রে খবর, মৃত কর্মী একজন এয়ারক্র্যাফ্ট মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার ছিলেন। শুক্রবার তিনি মারা যান। মধ্য পঞ্চাশের ওই প্রৌঢ় চেন্নাইতে পোস্টেড ছিলেন। বিমান সংস্থার এক মুখপাত্র জানান, কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে আমাদের এক সহকর্মীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও দুঃখিত। দেশে করোনা আক্রান্ত হয়ে সম্ভবত এই প্রথম কোনও বিমানকর্মীর মৃত্যু ঘটল। ওই মুখপাত্র জানান, ইন্ডিগোতে এটা আমাদের সকলের কাছেই ভীষণ হৃদয়বিদারক মুহূর্ত। এই দুঃখের সময় নিহতের পরিবারের পাশে আমরা সকলে রয়েছি। আশা করব, আমাদের কর্মী ও তাঁর পরিবারের গোপনীয়তা বজায় থাকবে। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৭৩ জনের।