IndiGo Plane Suffers Bird Hit: মাঝ আকাশে অতর্কিতে হানা, সোজা নাকে ধাক্কা মারল শকুন, নাক ভাঙল IndiGo-র বিমানের, জরুরি অবতরণ রাঁচিতে
IndiGo Plane: সোমবার বিহারের পটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছিল বিমানটি।

নয়াদিল্লি: মাঝ আকাশে ফের বিপত্তি। পাখির হানায় ভাঙল বিমানের নাক। অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ১৭৫ জন যাত্রী। তড়িঘড়ি জরুরি অবতরণ করতে হল। গোটা ঘটনায় ফের বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি শকুন বিমানটিতে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। সংবাদ সংস্থা পিটিআই যে ছবি সামনে এনেছে, তাতে বিমানটির নাকের অংশ ভেঙেছে বলে দেখা যাচ্ছে। বিমানের কিছুটা অংশ চটে উঠেও গিয়েছে। (IndiGo Plane Suffers Bird Hit)
সোমবার বিহারের পটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছিল বিমানটি। সেখান থেকে আবার কলকাতা যাওয়ার কথা ছিল। সেই সময় দুপুর সওয়া ১টা নাগাদ মাঝ আকাশে দুর্ঘটনার মুখে পড়ে বেসরকারি IndiGo সংস্থার একটি বিমান। জানা যায়, মাটি থেকে তখন বিমানটি ৩০০০-৪০০০ ফুট উঁচ্চতা দিয়ে উড়ছিল। রাঁচি থেকে দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। সেই সময় হঠাৎই বিমানের সামনে একটি শকুন আবির্ভূত হয়। সরাসরি বিমানের নাকে ধাক্কা মারে শকুনটি। (IndiGo Plane)
অতর্কিতে এই হানার জেরে মাঝ আকাশে টালমাটাল অবস্থা হয় IndoGo-র Airbus 320, 6E 6152 বিমানটির। ঘটনার সময় বিমানটে সওয়ার ছিলেন প্রায় ১৭৫ জন যাত্রী। এমন অবস্থায় বিমাটিকে জরুরি পরিস্থিতিতে মাটিতে নামানোর সিদ্ধান্ত নেন পাইলট। সেই মতো রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে জরুরি অবতরণ ঘটে। যাত্রীরা সকলে নিরাপদ রয়েছেন বলে জানা যায়।
কিন্তু বিমানবন্দরে অবতরণের পর বিমানটির যে ছবি সামনে এসেছে, তা দেখে শিউরে উঠেছেন সকলে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন, বিমানের নাকের অংশ সামান্য টোল খেয়েছে বলে যদিও জানিয়েছেন বিরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর আর আর মৌর্য। কিন্তু IndiGo-র বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে বিরসা মুন্ডা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে IndiGo বিমানটি। ইঞ্জিনিয়াররা সমস্যা খতিয়ে দেখছেন।
এর আগে, রবিবারই ছত্তীসগঢ় থেকে দিল্লি যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়ে IndiGo-র একটি বিমান। ধুলোঝড়ের মধ্যে পড়ে আকাশে গোল গোল ঘুরতে থাকে বিমানটি। শেষ পর্যন্ত দিল্লিতে জরুরি অবতরণ করে 6E 6313 বিমানটি।
অতি সম্প্রতি শ্রীনগর যাওয়ার পথেও দুর্যোগর মধ্যে পড়ে IndiGo-র একটি বিমান। তীব্র ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টির মধ্যে বিমানের নাকের অংশ উড়ে যায় মাঝ আকাশে। ওই বিমানে সওয়ার ছিলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েনরাও। সাগরিকা জানান, দুর্যোগর মধ্যে পড়ে বিমানটি দুলছিল। তীব্র ঝাঁকুনি অনুভব করেন সকলে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন বলেও জানান সাগরিকা।
গত বছর ডিসেম্বর মাসে দুর্ঘটনার কবলে পড়ে IndiGo-র আর একটি বিমান। গুয়াহাটির উদ্দেশে রওনা দিয়েছিল একটি বিমান। কিন্তু মাঝ আকাশে পাখির হানা র মুখে পড়ে। উড়ানের কিছু ক্ষণ পরই ভুবনেশ্বরে জরুরি অবতরণ করে বিমানটি।





















