Narendra Modi : 'এই INS বিক্রান্তই অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ঘুম উড়িয়েছিল'...দীপাবলিতে সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী
'আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি একবিংশ শতাব্দীতে ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির সাক্ষ্য '

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর প্রশংসা করে বলেছেন, অপারেশন সিন্দুরের সময় যুদ্ধজাহাজটি পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। তিনি বলেন, গোয়া এবং কারওয়ার উপকূলে এই দেশীয় বিমানবাহী জাহাজে নৌবাহিনীর কর্মীদের সাথে এই বছর দীপাবলি উদযাপন করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর প্রশংসা করে বলেন, অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজটি পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা প্রতিফলিত করে। অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্তের নামেই পাকিস্তানের রাতের ঘুম উড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি একবিংশ শতাব্দীতে ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির সাক্ষ্য।
Highlights from INS Vikrant, including the Air Power Demo, a vibrant cultural programme and more… pic.twitter.com/Br943m0oCC
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
২২ এপ্রিল পহেলগাঁওর ঘটনার পর নৌবাহিনী প্রতি মুহূর্তে ছিল, সজাগ ও তৎপর। আরব সাগরে হাই অ্যালার্চ জারি করা হয়েছিল। সম্ভাব্য নৌ হামলার আশঙ্কায় ঠকঠক করে কেঁপেছিল পাকিস্তান। আইএনএস বিক্রান্ত ও ৮ থেকে ১০টি যুদ্ধজাহাজের প্রহরা ছিল ভারতের ভরসা। রবিবার তিনি ছিলেন যুদ্ধজাহাজেই। সেখানেই রাত কাটানোর অভিজ্ঞতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমি এই মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব শিখেছি। আপনাদের নিষ্ঠা অপরিসীম। আমি অবশ্যই অনুভব করেছি ...আমি কল্পনা করতে পারি ...প্রতিদিন এই পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকা কতটা চ্যালেঞ্জিং হতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন যে রাতের অন্ধকারে গভীর সমুদ্র এবং ভোরে সূর্যোদয় দেখা তাঁর দীপাবলিকে আরও বিশেষ করে তুলেছে। তিনি বলেন, 'আজ, আমার একদিকে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে আমার এই বিশাল জাহাজ, আইএনএস বিক্রান্ত, অসীম শক্তির প্রতীক।'
#WATCH | Prime Minister Narendra Modi went to INS Vikrant off the coast of Goa and celebrated #Diwali with Indian Navy personnel
— ANI (@ANI) October 20, 2025
While onboard INS Vikrant, PM Modi went to the flightdeck, surrounded by the MiG 29K fighters, witnessed the Air Power Demo, the takeoff and landing… pic.twitter.com/NdhHMYcUCY






















