এক্সপ্লোর
Advertisement
ভাবা হচ্ছিল করোনার মহৌষধ, প্রথম পরীক্ষায় ফেল করল জীবাণুনাশক রেমডেসিভির
যদিও যে মার্কিন সংস্থা ওষুধটি তৈরি করেছে, সেই গাইলিড সায়েন্সেসের দাবি, প্রকাশিত খসড়া তাদের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নয়াদিল্লি: করোনা রোখার প্রথম পরীক্ষায় উত্তার্ণ হতে পারল না জীবাণুনাশক ড্রাগ রেমডেসিভির। দুর্ঘটনাবশত এ ব্যাপারে কাগজপত্রের খসড়া বার করে ফেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে তা সরিয়েও দেয়। খসড়ায় পরিষ্কার, চিনা এই পরীক্ষায় দেখা গিয়েছে, ওই ওষুধ করোনা রোগীর শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে পারেনি, রক্তে প্যাথোজেনের উপস্থিতিও রয়েছে আগের মত।
২৩৭ জন রোগীর ওপর ওই ওষুধ পরীক্ষা হয়। ১৫৮ জনকে ওষুধ দেওয়া হয়, তাঁদের শারীরিক অবস্থার তুলনা করা হয় বাকি ৭৯ জনের সঙ্গে। এক মাস পর দেখা গিয়েছে, রেমডেসিভির ওষুধটি নিয়েছেন এমন ১৩.৯ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে, বাকি ৭৯ জন রোগীর মধ্যে মৃত্য়ুর গড় ১২.৮ শতাংশ। অর্থাৎ নয়া এই ওষুধ করোনা রোগীদের অবস্থার উন্নতি করতে পারেনি।
যদিও যে মার্কিন সংস্থা ওষুধটি তৈরি করেছে, সেই গাইলিড সায়েন্সেসের দাবি, প্রকাশিত খসড়া তাদের গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঠিকমত সময় না দিয়েই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, অতএব ওই খসড়া অসম্পূর্ণ বলে অভিযোগ করেছে তারা। তাদের দাবি, অসুখ ধরা পড়ার প্রথম দিকে যদি রেমডেসিভির দেওয়া যায়, তবে ভাল ফল মিলতে পারে।
রেমডিসিভির মূলত ইবোলার ওষুধ, ধারণা করা হয়েছিল, করোনার বিরুদ্ধেও দারুণ কাজে দেবে। জীবাণুর অগ্রগতি ঠেকাতে পারলে রক্তের প্যাথোজেনকেও অনেকটা নিষ্ক্রিয় করা যেত। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দাবি করে, করোনা রুখতে এই ওষুধ কার্যকর হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে এই ওষুধটি করোনা প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement