এক্সপ্লোর
Advertisement
‘জাতীয় নিরাপত্তার উপর করোনা ভাইরাসের প্রভাব’, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ চিনের প্রেসিডেন্টের
সিকিম ও লাদাখ সীমান্তে সম্প্রতি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ও চিন দু’দেশই সীমান্তে সংবেদনশীল অঞ্চলে অতিরিক্ত সেনা জওয়ান মোতায়েন করেছে।
বেজিং: করোনা ভাইরাস সংক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চিনকে দায়ী করেছে। ভারতের সঙ্গে চিনের সীমান্ত উত্তেজনাও তৈরি হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, জাতীয় সার্বভৌমত্ব এবং কৌশলগত স্থিতাবস্থা বজায় রাখার জন্য সেনা জওয়ানদের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন জিনপিং।
করোনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান, হংকং নিয়েও আন্তর্জাতিক মহলে বিড়ম্বনায় পড়েছে চিন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে চিনের প্রথমসারির কূটনীতিবিদ ওয়াং ই দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিবিদ গুজব রটাচ্ছেন। তাঁরা করোনার জন্য় চিনকে দায়ী করেছেন। এর ফলে নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
অন্যদিকে, সিকিম ও লাদাখ সীমান্তে সম্প্রতি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ও চিন দু’দেশই সীমান্তে সংবেদনশীল অঞ্চলে অতিরিক্ত সেনা জওয়ান মোতায়েন করেছে। এই পরিস্থিতিতে জিনপিংয়ের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ ভারতের জন্য তাৎপর্যপূর্ণ।
গত সপ্তাহে চিন ঘোষণা করেছে, এ বছর সেনাবাহিনীর বাজেট ৬.৬ শতাংশ বাড়ানো হবে। গত বছর এই বৃদ্ধির হার ছিল ৭.৫ শতাংশ। সেনাবাহিনীর মুখপাত্র উ কিয়ান জানিয়েছেন, ‘চিনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈদেশিক স্বার্থ ঝুঁকির মুখে। ফলে সেনাবাহিনীর বাজেট বাড়ানোর সিদ্ধান্ত সঠিক।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement