এক্সপ্লোর
ব্রিটেনে আজ থেকে শুরু করোনা ভ্যাকসিনের পরীক্ষা, সাফল্যের সম্ভাবনা ৮০%, বলছেন গবেষক
ব্রিটেনে আজই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফার পরীক্ষা হবে।
![ব্রিটেনে আজ থেকে শুরু করোনা ভ্যাকসিনের পরীক্ষা, সাফল্যের সম্ভাবনা ৮০%, বলছেন গবেষক Covid-19 vaccine trial set to begin in UK, scientist says 80% chance of success ব্রিটেনে আজ থেকে শুরু করোনা ভ্যাকসিনের পরীক্ষা, সাফল্যের সম্ভাবনা ৮০%, বলছেন গবেষক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/23132121/covid-vaccine.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Cropped hand wearing a nitrile glove holding a Covid-19 vaccine vial and a syringe
লন্ডন: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় পদক্ষেপ জার্মানি ও ব্রিটেনের। জার্মানিতে আগেই মানুষের উপর করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল। এবার ব্রিটেনে শুরু হচ্ছে এই পরীক্ষা। সারা বিশ্বে ভ্যাকসিন নিয়ে অন্তত ১৫০টি প্রকল্প রয়েছে। তবে মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষার জন্য মাত্র পাঁচটি পরিকল্পনা অনুমোদিত হয়েছে। তার মধ্যে জার্মানি ও ব্রিটেনের প্রকল্প রয়েছে।
ব্রিটেনে আজই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফার পরীক্ষা হবে। শিম্পাঞ্জির শরীরে থাকা ভাইরাস দূর করার জন্য যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, সেটাই এবার মানুষের শরীরে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সি ৫১০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এই গবেষণার প্রধান অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, এই পরীক্ষা সফল হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।
অন্যদিকে, জার্মানির একটি সংস্থা যে ভ্যাকসিন তৈরি করেছে, সেটিরও পরীক্ষা কয়েকদিন পরেই শুরু হবে বলে জানানো হয়েছে। জুনের শেষদিকে বা জুলাইয়ের শুরুতে হয়তো প্রথম নমুনা পাওয়া যাবে।
এখনও পর্যন্ত অবশ্য সব ভ্যাকসিনই পরীক্ষামূলক স্তরে আছে। করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের ধারণা, ভ্যাকসিন তৈরি হতে ১২ থেকে ১৮ মাস লাগতে পারে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ জানিয়েছেন, নতুন ভ্যাকসিন আবিষ্কৃত হলে সারা বিশ্বে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সবাই এখন তারই অপেক্ষায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)