এক্সপ্লোর
Advertisement
বিশ্বের এই দেশে দুটি বিয়ে করতেই হয়, নইলে পেতে হয় সাজা!
সারা বিশ্বজুড়েই বিভিন্ন বৈচিত্রময় রীতি-রেওয়াজ অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাত্র ও পাত্রীরা। বিয়েকে এক পবিত্র বন্ধন হিসেবেই গন্য করা হয় সারা বিশ্বজুড়েই। বিশ্বের কোথাও কোথাও বিয়ে নিয়ে এমন রীতিনীতি ও ঐতিহ্য রয়েছে, যা শুনলে চমকে যেতে হয়।
নয়াদিল্লি: সারা বিশ্বজুড়েই বিভিন্ন বৈচিত্রময় রীতি-রেওয়াজ অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাত্র ও পাত্রীরা। বিয়েকে এক পবিত্র বন্ধন হিসেবেই গন্য করা হয় সারা বিশ্বজুড়েই। বিশ্বের কোথাও কোথাও বিয়ে নিয়ে এমন রীতিনীতি ও ঐতিহ্য রয়েছে, যা শুনলে চমকে যেতে হয়।
বিশ্বের এমনও দেশ রয়েছে, যেখানে দুটি বিয়ে করতেই হয়। আর তা করতে না চাইলে সাজাও হয়। এ কথা শুনে মনে করছেন, তা পুরানো দিনের কথা। অতীতে রাজা-মহারাজাদের মধ্যে তা বহুল প্রচলিত ছিল। বহু বিবাহ তাঁদের একটা শখ ছিল। তাঁরা স্বেচ্ছায় বহুবিবাহ করতেন। কিন্তু এই দেশে পুরুষদের দুটি বিবাহ বাধ্যতামূলক।
এই দেশ হল এরিত্রিয়া। আফ্রিকা মহাদেশে এই দেশে পুরুষদের দুটি বিয়ে করতে হয়। আর রয়েছে দুই স্ত্রী রাখার আজব আইনও। কোনও পুরুষ দুই স্ত্রীকে না রাখলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে এমনকি জেলের সাজাও হয়ে থাকে।
আসলে এই আইন প্রনয়নের ক্ষেত্রে এরিত্রিয়ার নিজস্ব কারণ রয়েছে। ইথিওপিয়ার সঙ্গে গৃহযুদ্ধে কারণে সেখানে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেশি। এজন্য পুরুষদের দুটি বিবাহের আইন তৈরি হয়েছে। সেইসঙ্গে মহিলাদের জন্যও রয়েছে কঠোর আইন, যা অনুসারে মহিলারা তাঁদের স্বামীদের দ্বিতীয় বিবাহ করা থেকে বাধা দিতে পারবেন না। বিয়ে রুখলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement