করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ: মাস্ক বিলি, আর্থিক সাহায্যের পর গোটা বিশ্বে পর্ন দেখা ফ্রি করল পর্নহাব
মহামারী রোধে সারা বিশ্বেই পর্ন স্ট্রিমিং ফ্রি করার কথা জানাল এই নীল ছবির ওয়েবসাইট।
নিউ ইয়র্ক: করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জনপ্রিয় পর্ন ওয়েবসাইট পর্নহাব। নিউইয়র্কে কর্মরত কর্মীদের ৫০ হাজার মাস্ক বিলি সহ করোনায় আক্রান্ত সেক্স ওয়ার্কারদের জন্য আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এল এই সংস্থা। নিউ ইয়র্ক পোস্ট প্রকাশিত খবর অনুযায়ী কোভিড-১৯-এ আক্রান্ত সেক্স ওয়ার্কারদের জন্য ২৫ হাজার মার্কিন ডলার অনুদান দেবে পর্নহাব।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নিউ ইয়র্কে করোনা মোকাবিলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের ৫০ হাজার মাস্ক বিলিই শুধু নয়, তাঁদের জন্য নিজেদের গোটা ওয়েবসাইটও উন্মুক্ত করে দেবে তারা। এতদিন পর্ন দেখতে পর্নহাব সাবস্ক্রিপশনের জন্য যে টাকা লাগত, এখন তা আর লাগবে না। পুরোটাই ফ্রি করে দেওয়া হয়েছে।
বিলি করা ৫০ হাজার মাস্কের মধ্যে ইতিমধ্যেই ২০ হাজার মাস্ক পৌঁছে গিয়েছে লং আইল্যান্ডের মাউন্ট সিনাই সাউথ নাসাই হাসপাতালে। ওই হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জো ক্যালডোরনি জানিয়েছেন, তাঁরা এই মাস্ক চিকিৎসক, নার্স সহ প্যারামেডিক্যাল কর্মীদের হাতে তুলে দেবেন। করোনার মতো মহামারীর সঙ্গে সামনে থেকে যারা লড়াই করছেন, তাঁরা যেন কোনওভাবেই আক্রান্ত না হন সে কারণেই এই উদ্যোগ।
পড়ুন: মানবতার জন্য দারুণ কাজ করছো, সারা বিশ্বের মানুষের সুস্থতা কামনা করি, আফ্রিদির প্রশংসায় হরভজন
বাকি ৩০ হাজার মাস্কের মধ্যে কিছু বিতরণ করা হয়েছে একেবারে লোকাল স্তরে। কিছু মাস্ক তুলে দেওয়া হয়েছে ইন্সপেক্টর ও ফায়ারফাইটারদের। মাস্ক বিতরণের সঙ্গে জার্মানি, ইতালি ও স্পেনকে ৫০ হাজার ইউরো অনুদানও দিয়েছে পর্নহাব। ইউরোপের এই দেশগুলো আর্থিক সাহায্যে পেয়ে আরও বেশি সংখ্যক মাস্ক ও চিকিৎসায় সহায়ক যন্ত্রপাতি কিনতে পারবে, আশাবাদী পর্নহাব।
ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্নহাবের প্রিমিয়াম পরিষেবার জন্য উপভোক্তাকে মাসে প্রায় ১০ মার্কিন ডলার দিতে হয়। কোম্পানির তরফে বলা হয়েছে, আগামী ৩০ দিন ওই ওয়েবসাইটের গোটা ভিডিও স্ট্রিমিং ফ্রি। মানুষ করোনাবন্দি হয়ে পর্ন দেখবে। বাড়ির বাইরে পা রাখবে না। ফলে ভাইরাসও ছড়াবে না। সম্প্রতি ইতালি ও স্পেনেও পর্ন স্ট্রিমিং ফ্রি করেছে পর্নহাব। এবার মহামারী রোধে সারা বিশ্বেই পর্ন স্ট্রিমিং ফ্রি করার কথা জানাল এই নীল ছবির ওয়েবসাইট।