এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার শীঘ্রই কমে যাবে, আশাবাদী নীতি আয়োগের সদস্য ভি কে পল
করোনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ও পরিকল্পনা বিষয়ত গোষ্ঠীর প্রধান ড. পল।
নয়াদিল্লি: ভারতে দ্রুত করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমে যাবে বলে আশাপ্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য ভি কে পল। তিনি আরও মনে করেন, লকডাউন আরও দু’সপ্তাহের জন্য বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা কাজে দেবে।
একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ড. পল জানিয়েছেন, ‘দেশে লকডাউনের ফায়দা তোলা দরকার। সেই কারণেই দেশের সর্বত্র করোনা সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউন জারি করার আসল উদ্দেশ্য ছিল করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙা। তাই লকডাউন তুলে নিলে আমাদের লক্ষ্য পূরণ হবে না।’
করোনা মোকাবিলায় চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ও পরিকল্পনা বিষয়ত গোষ্ঠীর প্রধান ড. পল। তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, ‘লকডাউন জারি করার আগে পাঁচ দিন অন্তর করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তার আগে তিনদিনেও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু এখন আক্রান্তের সংখ্যা ১১-১২ দিনে দ্বিগুণ হচ্ছে। এখনও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আসেনি। তবে আশা করি শীঘ্রই নিয়ন্ত্রণে এসে যাবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement