এক্সপ্লোর
Advertisement
স্পেনে করোনা ভাইরাসের জেরে সবাই গৃহবন্দি, বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে বিয়ে করলেন এক দম্পতি
আপাতত তাঁরা বাড়িতেই মধুচন্দ্রিমা সারছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাঁদের ইতালি ও পর্তুগালে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মাদ্রিদ: নিজে পেশায় ওয়েডিং প্ল্যানার। অন্যদের বিয়ের পরিকল্পনা করার পাশাপাশি নিজের বিয়ে নিয়েও অনেক পরিকল্পনা ছিল স্পেনের যুবতী আলবা দিয়াজের। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের সবাই প্রায় গৃহবন্দি। এই পরিস্থিতিতে বিয়ে ভেস্তে যেতে বসেছিল। কিন্তু পরিকল্পনা বদল করে নিজেদের বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে প্রতিবেশীদের সাক্ষী রেখে বিয়ে করলেন আলবা ও তাঁর প্রেমিক ড্যানিয়েল ক্যামিনো। আপাতত তাঁরা বাড়িতেই মধুচন্দ্রিমা সারছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাঁদের ইতালি ও পর্তুগালে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আলবা জানিয়েছেন, ‘আমরা বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা করেছিলাম। অনেক অর্থ ও সময় ব্যয় করি। খুঁটিনাটি সব বিষয়েই আমার নজর ছিল। উত্তর স্পেনের একটি গুদামকে সাজিয়ে নিয়ে সেখানেই বিয়ে করব ঠিক করেছিলাম। আমাদের স্বপ্নের জায়গায় হাজিরও হই। স্পেনের বিভিন্ন জায়গা তো বটেই, এমনকী আইসল্যান্ড থেকেও অতিথিরা এসে হাজির হন। কিন্তু স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে থাকায় আমরা বুঝতে পারি, এক জায়গায় এত লোকের একসঙ্গে থাকা ঠিক হবে না। আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে যাই। এর কয়েকঘণ্টা পরেই সরকার সারা দেশে সব ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। আমরা দু’জনই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময় ড্যানিয়েলই বলে, আমরা জানলার সামনে দাঁড়িয়ে বিয়ে করব।’
ড্যানিয়েল জানিয়েছেন, ‘আলবার মুখে হাসি ফোটানোই আমরা লক্ষ্য ছিল। সেই কারণেই বিয়ে বাতিল করিনি। আলবা নিজে হাতে বিয়ের জন্য গাউন তৈরি করেছিল। ও সেটাই পরে। আমি কয়েকদিন আগে একটি বিয়েবাড়িতে যে স্যুট পরেছিলাম, নিজের বিয়েতেও সেটাই পরি। আমাদের প্রতিবেশীরা যে যার বাড়ি থেকে আমাদের উৎসাহ দেয়। এভাবেই শেষপর্যন্ত আমাদের বিয়ে হল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement