পুলওয়ামায় বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক হিজবুল কমান্ডার সহ ৩ জঙ্গি
পুলিশ জানিয়েছে, তিন জঙ্গির মধ্যে একজন হিজবুল কমান্ডারও রয়েছে। এই তিন জঙ্গি আনসর গাজাবাতুল হিন্দ নামে একটি সংগঠনে যোগ দিয়েছিল।
শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পুলওয়ামার ত্রালে তল্লাশি-অভিযান চালায় বাহিনী। বুধবার ভোররাতে দিভের এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। বাহিনী দেখেই তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। ঘটনাস্থলেই তিন জঙ্গি খতম হয়।
পুলিশ জানিয়েছে, তিন জঙ্গির মধ্যে একজন হিজবুল কমান্ডারও রয়েছে। জেহাঙ্গির রফিক ওয়ানি নামে ওই জঙ্গি ত্রালের বাসিন্দা। গত জানুয়ারি মাসে হাম্মাদ খানের মৃত্যুর পর হিজবুল কমান্ডার হিসেবে জেহাঙ্গির দায়িত্ব নিয়েছিল। বাকি দুই জঙ্গি হল ত্রালের বাসিন্দা রাজা উমর ও বারামুল্লার বাসিন্দা উজের আহ ভট্ট।
পুলিশ জানিয়েছে, হিজবুলের সঙ্গে মতপার্থক্যের পর এই তিন জঙ্গি আনসর গাজাবাতুল হিন্দ নামে একটি সংগঠনে যোগ দিয়েছিল। এই গোষ্ঠী আবার আল-কায়দা ঘনিষ্ঠ।
ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বাহিনী। এর মধ্যে রয়েছে- একটি একে-৫৬ রাইফেল, একটি একে-৫৬ শর্ট রাইফেল, একটি পিস্তল, ২টি গ্রেনেড, ৪টি একে-র ম্যাগাজিন, ৫০টি একে আরডিএস, একটি পিস্তল ম্যাগাজিন, একটি পিস্তল আরডিএস, তিনটি পাউচ।