এক্সপ্লোর
Advertisement
জনসন'স বেবি কেয়ার প্রোডাক্ট - সত্যিই কোমল যত্ন!
বাজারে বাচ্চাদের জন্য প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, যারা দাবি করে এইসব প্রোডাক্ট আপনার বাচ্চার কোমল ত্বকের যত্ন নেবে। তবে এটা ভেবে নেওয়ার অর্থ নেই যে, এইসব ব্র্যান্ড আপনার শিশুর ত্বকের জন্য সুরক্ষিত।
জনসন বেবি কেয়ার প্রোডাক্ট ডাক্তারদের নিজেদের সন্তানদের ক্ষেত্রেও প্রথম যত্ন। জনসন তার বেবিকেয়ার প্রোডাক্টগুলি তৈরি করার উপকরণগুলি বাছার সময়, বাচ্চার কোমল ত্বকের বিষয়টি সবথেকে গুরুত্ব দিয়ে দেখে। সেইজন্যই চিকিৎসকরা এই প্রোডাক্টগুলির উপর আস্থা রাখেন। গত ১২৫ ধরে সকলের ভরসার জায়গাটা ধরে রেখেছে জনসন। মা ও ডাক্তাদের বিশ্বাস জয় করে এসেছে এই প্রোডাক্টগুলি।
বাজারে বাচ্চাদের জন্য প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, যারা দাবি করে এইসব প্রোডাক্ট আপনার বাচ্চার কোমল ত্বকের যত্ন নেবে। তবে এটা ভেবে নেওয়ার অর্থ নেই যে, এইসব ব্র্যান্ড আপনার শিশুর ত্বকের জন্য সুরক্ষিত। কোনও বেবি কেয়ার প্রোডাক্টকে সুরক্ষিত তখনই বলা যায়, যখন তা বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক সংস্থার নির্ধারিত মানদণ্ড উত্তীর্ণ হয়। এ ব্যাপারে বলতেই হবে, গত ১২৫ বছর ধরে মায়েরা তাঁদের সন্তানের জন্য জনসন’স বেবির উপর ভরসা রেখেছেন। তাছাড়া ডাক্তারদেরও বিশ্বাস অর্জন করেছে জনসন।
জেনে নিন, কেন জনসন’স বেবির উপর ভরসা রাখবেন
জনসন বেবি কেয়ার প্রোডাক্টের কোনও অংশেই কোনও ক্ষতিকর রাসায়নিক নেই। আপনার শিশুর কোমল ত্বকের ব্যাপারে জনসন খুব সতর্ক। তাই কোনও জনসন বেবি কেয়ার প্রোডাক্টে কোনও ক্ষতিকর রাসায়নিক মেশানো হয় না। প্যারাবেন, ফরমালডিহাইড, অ্যাসবেসটস বা সালফেটের মতো ক্ষতিকর প্রোডাক্ট এতে থাকে না।তাই ভারতের সব প্রখ্যাত ডাক্তাররা নবজাতকের মায়েদের জনসন বেবি কেয়ার প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেন।
গত ১২৫ বছর ধরে গবেষণারত
গত ১২৫ বছর ধরে জনসন’স বেবি বিজ্ঞানীদের সঙ্গে ক্রমাগত গবেষণা চালিয়ে গেছে। এই গবেষণার ফলাফল জনসন বিভিন্ন নামী জার্নালে প্রকাশিত হয়েছে। এভাবেই সব গুরুত্বপূর্ণ তথ্য ডাক্তার ও মায়েদের কাছে পৌঁছে গেছে। সেইজন্যই ডাক্তাররা জনসনের বেবি প্রোডাক্টের উপর সহজে আস্থা রাখতে পারেন।
জনসন’স বেবির প্রতিটি প্রোডাক্টই থেরাপিউটিক লেভেলে স্বীকৃত
বড়দের তুলনায় বাচ্চাদের ত্বকে ১০ গুণ কমনীয় হিসেবে ধরা হয়। সেইজন্যই এই প্রোডাক্টগুলির প্রতিটি উপকরণ থেরাপিউটিক লেভেলে স্বীকৃত হওয়া উচিত। এই প্রোডাক্টগুলিরর প্রতিটি উপকরণ পরীক্ষা করে দেখা গেছে, এর থেকে চুলকানি বা কোনওরকম অ্যালার্জি হয় না।
প্রতিটি নির্দিষ্ট মানদণ্ড মেনে চলে জনসন’স বেবি
সব বেবি কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেই প্রথম মাথায় রাখতে হবে বাচ্চার কোমল ত্বকের যত্নের বিষয়টি। তাই প্রোডাক্টগুলির সুরক্ষার মানদণ্ডগুলি ঠিকঠাক মানা হল কি না তা জানা দরকার। জনসন’স বেবি স্থানীয় ও আন্তর্জাতিক ১৫টি মানদণ্ডে উত্তীর্ণ। তাছাড়াও ইউএস ও ইইউ-এর পাঁচ স্তরীয় সুরক্ষা মানদণ্ড পরীক্ষায় সফল। এই পরীক্ষাগুলি সাড়ে ৫ লাখ মানুষের উপর করা হয়।
চিকিৎসকরাও ভরসা করেন
জনসনের বেবি কেয়ার প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ এমনভাবে বেছে নেওয়া হয়, যা ১০০ শতাংশ সুরক্ষিত। এগুলি তৈরি হয় সম্পূর্ণ নির্ভেজাল উপকরণ দিয়ে। ডাক্তাররাও এই কথা জানেন, তাই ভরসা করতে পারেন। মায়েদেরও পরামর্শ দেন শিশুদের জন্য জনসন’স বেবির প্রোডাক্টগুলি বেছে নিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement