Kashipur Drug Case: শহরে উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক, গ্রেফতার বৃদ্ধা সহ ৫
কলকাতায় ফের মাদক চক্রের পর্দাফাঁস। এসটিএফের অভিযানে উদ্ধার সাড়ে ১৭ কোটি টাকার মাদক। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ পাঁচ মাদক কারবারিকে।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কাশীপুর থানা এলাকায় একটি গাড়ি থেকে এই বিপুল পরিমান মাদক বাজেয়াপ্ত করা হয়।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শহরে উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক। ঘটনায় এক বৃদ্ধা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ।
কলকাতায় ফের মাদক চক্রের পর্দাফাঁস। এসটিএফের অভিযানে উদ্ধার সাড়ে ১৭ কোটি টাকার মাদক। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ পাঁচ মাদক কারবারিকে।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কাশীপুর থানা এলাকায় একটি গাড়ি থেকে এই বিপুল পরিমান মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই সূত্রেই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ২কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারে মূল্য ১০ কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হওয়া ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে অসমের বাসিন্দা প্রভাতীদেবী। বয়স ৭২ বছর। মুর্শিদাবাদের বাসিন্দা পিয়ারুল ইসলাম (৪০) ও সাবিকুল শেখ (৩১)। রাকেশ থাপা (২৬) এবং কার্তিক নাইডু (২৭) মনিপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, অনেক সময় মায়ানমার থেকে কলকাতা হয়ে এই মাদক বাংলাদেশে পাচার করা হয়। এক্ষেত্রে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় তা পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।