Kashmir Attack: ভারত থেকে নিজের দেশের নাগরিকদেরই ফেরাতে চাইছে না পাকিস্তান ! আটারি-ওয়াঘা সীমান্তে আটকে পাক নাগরিকরা..
Kashmir Attack Pakistani Resident Stuck In Wagah Border: নিজের দেশের নাগরিকদেরই দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান !

নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে। যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত। ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই নিজের দেশের নাগরিকদেরই ফেরাতে চাইছে না পাকিস্তান ! আটারি-ওয়াঘা সীমান্তে আটকে পাক নাগরিকরা। নিজের দেশের নাগরিকদেরই দেশে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান। ভারত থেকে পাকিস্তানে ফিরতে পারছেন না সে দেশের নাগরিকরা।
আরও পড়ুন, আটকে ছিল রাজভবনে, অবশেষে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমতি রাজ্যপালের !
বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে। যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত! ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে।
বৈসরনে হত্য়ালীলার বদলা নিতে সেনার হাত খুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। কাঁপছে পাকিস্তান প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইকের অভিজ্ঞতা থাকা পাকিস্তান আঁচ করতে পারছে , যে বদলা নেওয়ার জন্য ফুটছে ভারত! ভয় এতটাই যে, মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা-তথ্য পেয়েছি যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করছে। ভারত যদি এমন কোনও পদক্ষেপ করে, তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ বলেন, সেটা সম্ভাবনা। খুব পরিষ্কার একটা সম্ভাবনা রয়েছে। আমরাও একেবারে তৈরি আছি। হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যদি আমাদের আকাশসীমা বা স্থলভাগ অতিক্রমের চেষ্টা করা হয় আমরা সবদিক থেকেই জবাব দেব। আমরা জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা ভারতকে যোগ্য জবাব দেব। প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হতেই কার্যত কাঁপছে পাকিস্তান।
অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্য়াল বলেন, যখন ইন্ডিয়ান আর্মড ফোর্স, পাকিস্তান ডিফেন্স মেকানিজমের উপরে হামলা করে এদের নষ্ট করবে। যতদিন এটা না করে আমাদের দেশে সন্ত্রাসবাদী হামলা চলতে থাকবে। দেশজুড়ে এখন প্রশ্ন একটাই কবে পাকিস্তানের ওপর আঘাত হানবে মোদি সরকার? পাক অধিকৃত কাশ্মীর কী পুনরুদ্ধারের পথে হাঁটবে তারা? গায়েব পোস্ট গায়েব করার পর কংগ্রেস ফের তাদের পুরনো অবস্থানেই অনড় থাকার কথা জানিয়েছে।






















