কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা (RG Kar Medical Doctor death case) নিয়ে গোটা রাজ্য যখন উত্তাল। তখন কসবায় (Kasba) প্রকাশ্যে একজন মহিলাকে মারধর ও শ্লীলতাহানি অভিযোগ উঠল। একটি দোকানের কাছে এই ঘটনা ঘটার সময় নিগৃহীতা মহিলাকে বাঁচাতে গেলে তাঁর ১০ বছরের নাবালক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে। কসবা থানায় অভিযোগ দায়ের হওয়ার এই ঘটনায় দুজন অভিযুক্তে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন: RG Kar Protest : আংশিক কর্মবিরতির পথে বেসরকারি হাসপাতালগুলোও, কোথায় কোথায় পরিষেবা বন্ধ ?


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্য ১০ বছরের ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন ওই মহিলা। অভিযোগ, বাড়ি ফেরার সময় স্থানীয় একটি দোকানের সামনে মায়ের সামনেই ছেলেটিকে মারধর করে কয়েকজন। চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদ করেন ওই মহিলা। আর তারপরই ওই মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁকে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। 


আরও পড়ুন: RG Kar Protest : আংশিক কর্মবিরতির পথে বেসরকারি হাসপাতালগুলোও, কোথায় কোথায় পরিষেবা বন্ধ ?


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ছেলেকে একটি দোকানের সামনে দাঁড় করিয়ে অন্য একটি দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় ছেলেটিকে মারধর করে কয়েকজন। কোনওরকম ওই এলাকা থেকে পালিয়ে গিয়ে কসবা থানায় অভিযোগ জানান নিগৃহীতা মহিলা।। 


আরও পড়ুন: RG Kar Protest : আংশিক কর্মবিরতির পথে বেসরকারি হাসপাতালগুলোও, কোথায় কোথায় পরিষেবা বন্ধ ?


এপ্রসঙ্গে তিনি জানান, অভিযুক্ত দুজনকে ওই এলাকায় কোনও দিন দেখা যায়নি। ফলে পুরনো কোনও শত্রুতাও ছিল না। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে জেরা করছে পুলিশ। কেন এই ধরনের ঘটনা তারা ঘটালো তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি ভাইরাল হয়েছে যার সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Case: এবার হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি 'ফেমা'র, ' সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে..'