App Cab driver রাতের শহরে দাদাগিরি, অ্যাপ ক্যাব চালককে মারধর ‘মত্ত’ মহিলা যাত্রী ও সঙ্গীদের
কখনও শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ...কখনও জোর করে বাড়তি টাকা আদায়, মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ! শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ, বাড়তি টাকা আদায়-কলকাতায় অ্যাপ নির্ভর ক্যাবের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়! কিন্তু এবার উলটপুরাণ! ক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।
![App Cab driver রাতের শহরে দাদাগিরি, অ্যাপ ক্যাব চালককে মারধর ‘মত্ত’ মহিলা যাত্রী ও সঙ্গীদের App cab driver attack by drunken lady in Shakespeare Sarani App Cab driver রাতের শহরে দাদাগিরি, অ্যাপ ক্যাব চালককে মারধর ‘মত্ত’ মহিলা যাত্রী ও সঙ্গীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/04/c3087b79ba34f88b0a6549e2704ccbfe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ফের রাতের কলকাতায় দাদাগিরির অভিযোগ উঠল। হো চি মিন সরণির কাছে অ্যাপ ক্যাব ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা।
কখনও শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ...কখনও জোর করে বাড়তি টাকা আদায়, মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ! শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ, বাড়তি টাকা আদায়-কলকাতায় অ্যাপ নির্ভর ক্যাবের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়! কিন্তু এবার উলটপুরাণ! ক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।
অভিযোগ, গাড়িটিও ভাঙচুর করে মহিলা যাত্রী ও তাঁর দলবল। ওই অ্যাপ ক্যাবের চালকের অভিযোগ, বুধবার রাত সাড়ে নটা নাগাদ বাইপাস থেকে তাঁর গাড়িতে ওঠেন এই মহিলা। সে সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। বার বার তিনি গন্তব্য বদলাতে থাকেন।এনিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ঘড়ির কাঁটা তখন সবে দশটা ছুঁয়েছে।
চালকের অভিযোগ, গাড়ি হো চি মিন সরণির কাছে পৌঁছতেই পথ আটকায় আর একটি গাড়ি। মহিলা যাত্রীর বন্ধু পরিচয় দিয়ে কয়েকজন যুবক অ্যাপ ক্যাব ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর করে। অভিযোগকারী অ্যাপ ক্যাব চালক গনেশ সাউ বলেন, ‘‘হো চি মিন সরনীর কাছে যুবতীর বয়ফ্রেন্ড সহ ৫-৭ জন গাড়ি ভাঙচুর করে, আমাকে মারধর করে, তারপর চম্পট দেয়'।
এর আগে তাঁকে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় বলেও চালকের অভিযোগ।
পুলিশ সূত্রে খবর,শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। যদিও এখনও অধরা অভিযুক্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)