Mamata On CESC: সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে CESC ? বিস্মিত মুখ্যমন্ত্রী !
Mamata On CESC Cost: সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
কলকাতা: সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে সিইএসসি (CESC )? সিইএসসির মাশুল বৃদ্ধি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) !
সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে CESC ?
নির্বাচনের আগে যেকটি ইস্যুতে প্রচারে নেমেছিল দেশের শাসক তথা বিরোধীরা। তার মধ্যে অন্যতম খাদ্য (রেশন), বাসস্থান(আবাস যোজনা) এর পাশাপাশি বিদ্যুৎ। তবে বলা ভাল শুধুই লোকসভা নয়, দেশের অন্যান্য বিধানসভাগুলির ভোটের আগেও, এই বিদ্যুৎ বিলে ছাড়ের প্রসঙ্গ উঠে এসেছে। কখনও তা নির্দিষ্ট বিদ্যুৎ এ ছাড়। কখনও ইউনিট প্রতি দাম কমিয়ে আনা। চলতি বছরে দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। এদিকে ভোটের পর এখন বিদ্যুৎ নিয়ে নয়া প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে।
আরও পড়ুন, 'দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই', হাইকোর্টে জানাল CBI
আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি : মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের কাছে কোনও খবর নেই, আমাদের সংস্থার মাসুল বাড়াইনি। একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি'। প্রসঙ্গত, এদিন আরও একাধিক ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টিতে বেসামাল অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তবে এদিন একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।