COVID-19 in Bengal: করোনায় প্রয়াত রাজ্যের স্বাস্থ্য কর্তা গৌতম চৌধুরী
ভিনরাজ্য থেকে ভ্যাকসিন নিয়ে আসা ও বণ্টনের দায়িত্বে ছিলেন তিনি
কলকাতা: করোনায় প্রয়াত রাজ্যের স্বাস্থ্য কর্তা গৌতম চৌধুরী। বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। এপ্রিল মাসের শেষ থেকেই ভর্তি ছিলেন বিভিন্ন হাসপাতালে। ভিনরাজ্য থেকে ভ্যাকসিন নিয়ে আসা ও বণ্টনের দায়িত্বে ছিলেন তিনি। রাজ্য সরকারের নিখরচায় অ্যাম্বুল্যান্স পরিষেবার দায়িত্বেও ছিলেন।
এদিকে করোনা উদ্বেগ অব্যাহত থাকলেও সংক্রমণ কমেছে রাজ্যে। মঙ্গলবারের পর তা আরও কমে নেমে আসে ৯ হাজারের নীচে। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন।
তবে করোনায় মৃত্যুর নিরিখে উদ্বেগ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা - করোনায় মোট সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরনোর দোরগোড়ায় দাঁড়িয়ে এই দুই জেলা। স্বজনহারার সংখ্যা ক্রমশ বাড়ছে।
স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের! কলকাতায় মারা গেছেন ৩৮ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও। কিন্তু করোনা সংক্রমণ কাটিয়ে ওঠার পর তাঁদের মধ্যে এক বিশেষ ধরনের রোগ দেখা যাচ্ছে যার নাম, মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। যা নিয়ে দু’এক দিনের মধ্যেই কেন্দ্রের তরফে গাইডলাইন জারি করা হবে বলে জানিয়েছেন, নীতি আয়োগের সদস্য ভি কে পল।
করোনার পাশাপাশি, রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসও। ফের রাজ্যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক সংক্রমণে আক্রান্ত দু’জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
দু’টি মৃত্যুর ঘটনাই ঘটেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক সংক্রমণে আক্রান্ত এক মহিলা গত ২৪ মে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে খবর, এর আগে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। মহিলা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। পরীক্ষায় ধরা পডে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ঘটেছে। এরপর গত ২৬ মে তাঁর অস্ত্রোপচার হয়। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
গজলডোবার বাসিন্দা আর এক মহিলাও চারদিন আগে করোনা আক্রান্ত হয়ে ভরতি হন। পরে তাঁর পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাক সংক্রমণ ধরা পড়ে। গতকাল রাতে তাঁরও মৃত্যু হয়েছে।