Cinema Halls Reopen: বৃহস্পতিবার খুলছে আইনক্স, আগামী সপ্তাহে সম্ভবত বাকি সিনেমা হলও
দীর্ঘদিন পর ফের হল খোলার খবরে উৎসাহী সিনেপ্রেমীরা...
রুমা পাল, কলকাতা: আগামীকাল থেকেই খুলছে আইনক্স। আগামী সপ্তাহে খুলবে কলকাতার বাকি সিনেমা হলও, আশাবাদী ইম্পার প্রেসিডেন্ট। দীর্ঘদিন পর ফের হল খোলার খবরে উৎসাহী সিনেপ্রেমীরা।
বড় পর্দায় দম বন্ধ করা অ্যাকশন কিম্বা আবেগঘন রোম্যান্টিক সিন-- সঙ্গে পপকর্ন, নাচোস, কোল্ড ড্রিংকস। করোনা আবহে, হলে বসে সিনেমা দেখার আনন্দ থেকে বেশ কয়েক মাস বঞ্চিত ছিলেন সিনেপ্রেমীরা।
এবার, ফের ফিরতে চলেছে সেই আনন্দ। বৃহস্পতিবারই খুলছে কলকাতা ও আশপাশে আইনক্সের ছটি হল। প্রথম দফায় সিটি সেন্টার ১, লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি ও কোয়েস্ট মলে খুলছে আইনক্স। ব্যবস্থা থাকছে শুধু ই-টিকিটের।
আইনক্স-এর পূর্বাঞ্চলীয় প্রধান অমিতাভ গুহঠাকুরতা বলেন, ৫ অগাস্ট থেকে হল খুলবে। শুরু করব সুইসাইড স্কেয়াড দিয়ে। আধ ঘণ্টা অন্তর স্যানিটাইজেশন করা হবে চেয়ারের হাতল। আর শো শেষে পুরো হল স্যানিটাইজ করা হবে।
ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, সিনেমা শিল্পের সঙ্গে লক্ষাধিক মানুষ জড়িত। মুখ্যমন্ত্রীকে সিনেমা হল খোলার জন্য চিঠি লিখেছিলাম। কলকাতায় কোনও হল খোলেনি। আমরা এ নিয়ে কথা বলছি। ১৩ তারিখের মধ্যে মাল্টিপ্লেক্সে খুলে যাবে।
রাজ্য সরকার ৩১ জুলাই থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। কিন্তু প্রস্তুতির অভাবে ওই দিন থেকে খোলেনি সিনেমা হল।
তবে এখনও সাধারণের জন্য ট্রেন না চলায়, দূর থেকে কর্মীরা কীভাবে যাতায়াত করবেন, কীভাবে স্যানিটাইজেশন-সহ আনুষঙ্গিক কাজ হবে তা নিয়ে ভাবনায় সিঙ্গলস্ক্রিন মালিকরা। আগামী সপ্তাহে হল খুলতে মরিয়া তাঁরাও।
আপাতত সিনেমা হলগুলির হাতে নেই বিশেষ কোনও ছবি। বাংলা ছবি 'মুখোশ' ও হিন্দি ছবি 'বেল বটম' মুক্তি পাওয়ার কথা চলতি মাসেই।
আপাতত হলিউডের ছবি দিয়েই দর্শকদের হলমুখী করার ভাবনা মাল্টিপ্লেক্সগুলিরর। অন্যদিকে, আর সিঙ্গলস্ক্রিনের মালিকরা দর্শক টানতে চাইছেন পুরনো ছবি দিয়েই। নতুন নতুন ছবির হাত ধরে পুজোর আগে আবার হলমুখী হবেন দর্শকরা, আশায় ছবি নির্মাতা থেকে কলাকুশলীরা।