Durga Puja 2021 : বুর্জ খলিফার আলো যাতায়াতে ব্যাঘাত ঘটাচ্ছে, অভিযোগ একাংশ বিমান চালকের : এএনআই
৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'...
কলকাতা : বুর্জ খলিফা। গন্তব্য অবশ্য দুবাই নয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। তার সাথে আলোর রোশনাই। আর তা দেখতেই ভিড় জমাচ্ছেন তিলোত্তমাবাসী। শুধু কি মহানগরী ? অনেকে আসছেন বাইরের জেলা থেকেও। কার্যত এবার পুজোয় আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু শ্রীভূমি স্পোর্টিংয়ে বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ। যা ঘিরে দর্শনার্থীদের মধ্যে রয়েছে উদ্দীপনা। কিন্তু, এই মণ্ডপের আলোর রোশনাই বিমান চলাচলের গতিপথে সমস্যা সৃষ্টি করছে। এমনই অভিযোগ উঠেছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। তিন পৃথক ফ্লাইটের বিমান চালকরা অভিযোগ জানিয়েছেন কলকাতা এটিসি-র কাছে। এই মর্মে বিষয়টি কলকাতা বিমানবন্দরেও জানানো হয়েছে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্। সুর দিয়েছেন জিত্ গঙ্গোপাধ্যায়। কাঁচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা। ৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'। নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি স্পোর্টিং।
এই প্যান্ডেলের নির্মাণ প্রসঙ্গে পুজোর উদ্যোক্তা ও দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, দুবাইয়ে এত বড় একটা বিল্ডিং রয়েছে। আমার মনে হয়েছিল, এটা এখানে করা যায় কি না ! আমি প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম। পরে মনে হয়েছিল, এটা করা যেতে পারে। এই প্যান্ডেলটা যাঁরা বানিয়েছেন, তাঁদের পাঠিয়েছিলাম বুর্জ খলিফা দেখে আসতে। বলেছিলাম, গিয়ে দেখে আসতে। কারণ, দেখলে মানুষের একটা আইডিয়া হয়। ওঁরা এসে বলেছিলেন, এই এই জায়গাগুলি ঠিক করতে হবে। আমি বলেছিলাম, তা করুন। কিন্তু, যেটা করবেন পারফেকশন আনতে হবে।