Durga Puja 2021 লোকশিল্প প্রয়োগ থেকে সংস্কৃতিভাবনা, কলকাতার কোন কোন পুজো পেল শারদ আনন্দ সম্মান?
করোনা বিধি মেনে চলছে দেবী দুর্গার আরাধনা। এরই মধ্যে ভাবনায়, উত্কর্ষে সেরা পুজোগুলির হাতে উঠল শারদ আনন্দ সম্মান।
![Durga Puja 2021 লোকশিল্প প্রয়োগ থেকে সংস্কৃতিভাবনা, কলকাতার কোন কোন পুজো পেল শারদ আনন্দ সম্মান? Durga Puja 2021 Maha Sharad Ananda Samman Durga Puja 2021 লোকশিল্প প্রয়োগ থেকে সংস্কৃতিভাবনা, কলকাতার কোন কোন পুজো পেল শারদ আনন্দ সম্মান?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/12/74a2d6bade0ffb2bee7c2eaefc0bf057_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চমকে দেওয়া সব বিষয় ভাবনা, শিল্পের ছোঁয়ায় সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ। করোনা বিধি মেনে চলছে দেবী দুর্গার আরাধনা। এরই মধ্যে ভাবনায়, উত্কর্ষে সেরা পুজোগুলির হাতে উঠল শারদ আনন্দ সম্মান।
পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতি
পশ্চিম পুটিয়ারি পল্লি উন্নয়ন সমিতির বিষয় ভাবনায় তুলে ধরা হয়েছে সৌর জনজাতির জীবনযাত্রা, লোকসংস্কৃতি। ওড়িশা এবং তেলঙ্গানার সীমানা এলাকায় এই জনজাতির বসবাস। লোকশিল্প প্রয়োগে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৬৭ বছরের এই পুজো।
উল্টোডাঙা বিধান সঙ্ঘ
দেশভাগের দুঃখ, বেদনাকে তুলে ধরা হয়েছে উল্টোডাঙা বিধান সঙ্ঘের পুজোয়। বিষয় ভাবনা কাঁটাতার। একাত্তরের মা একুশেও কাঁদে- ছিন্নমূল মানুষের এই জীবন যন্ত্রণাকে ফুটিয়ে তুলতে কাঁটাতার দিয়ে তৈরি হয়েছে ইনস্টলেশন। ইতিহাসচেতনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল ৫৩ বছরের এই পুজো।
আরও পড়ুন :
৯টি ওষধি বৃক্ষকে দেবীজ্ঞানে চলে আরাধনা, কী ভাবনা নবপত্রিকা আরাধনার পিছনে ?
কাঁকুড়গাছি যুবকবৃন্দ
কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজোর থিম যাত্রা শুরু। চিত্পুরের অতি পরিচিত যাত্রাপাড়ার অন্দরমহলই যেন উঠে এসেছে কাঁকুড়গাছিতে। যাত্রার পোস্টার, ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। ৯১ বছরের এই পুজোর হাতেই উঠল সংস্কৃতিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান।
কালীঘাট মিলন সঙ্ঘ
বাংলার দুর্গাপুজোর সঙ্গে চালচিত্রের সম্পর্ক নিবিড়। সেই চালচিত্রই কালীঘাট মিলন সঙ্ঘের বিষয় ভাবনা। চালচিত্রেই একসময় ফুটে উঠত সামাজিক বাস্তবতার প্রতিফলন। যে শিল্পীদের হাতের কারুকাজে সেজে ওঠে পুজো, তাঁদের জীবনচিত্রই তুলে ধরা হয়েছে কলীঘাট মিলন সঙ্ঘের চালচিত্রে। শিল্পবোধে সেরার শারদ আনন্দ সম্মান উঠল এই পুজোর হাতে।
আজ সপ্তমী৷ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন। সাবেকিয়ানা থেকে থিম, উত্সবের রোশনাই বাংলা জুড়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)