এক্সপ্লোর
Vastu Tips For Students : পরীক্ষা নিয়ে চাপ বাড়ছে ? বাস্তুর কোন বিষয়গুলি মেনে চললে সাফল্য আসবেই
Vastu Tips For Student On Madhyamik Exam 2025: পড়ায় মন বসছে না ? পরীক্ষা নিয়ে মাথার উপরে চাপ বাড়ছে ? যাই পড়ছেন মনে থাকছে না? চাপা উদ্বেগ কাজ করছে। বাস্তু মেনে চললে এর থেকে মুক্তি সম্ভব।

পরীক্ষা নিয়ে চাপ বাড়ছে ? বাস্তুর কোন বিষয়গুলি মেনে চললে সাফল্য আসবেই
1/10

পড়ায় মন বসছে না ? পরীক্ষা নিয়ে মাথার উপরে চাপ বাড়ছে ? যাই পড়ছেন মনে থাকছে না? চাপা উদ্বেগ কাজ করছে। বাস্তু মেনে চললে এর থেকে মুক্তি সম্ভব।
2/10

বাস্তুর কতগুলি বিষয় মেনে চললে সাফল্য পাবেন শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের সবসময় উত্তর বা পূর্ব দিকে পড়াশোনা করা উচিত।
3/10

যেই ঘরে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, সেই ঘরটিতে উজ্জ্বল রাখা উচিত। হলুদ, কমলা, নীল, সবুজ-এই রঙগুলি ঘরে পজেটিভিটি তৈরি করে।
4/10

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রজীবনে সবসময় রাত জেগে পড়াটা শরীরের জন্য হিতকর নয়। বরং ঘুমনোর জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত।
5/10

পূর্বদিকে ছাত্রবস্তায়, কর্মরত অবস্থায় দক্ষিণদিকে মাথা রেখে ঘুমোলে, জীবনে সাফল্য আসবে। ব্রেণ সক্রিয়ভাবে কাজ করবে।
6/10

শিক্ষার্থীদের ঘরে বন্ধ ঘড়ি কখনই রাখা উচিত নয়। জ্যামিতির বক্স, বই খাতা খুলে রেখে টেবিল ছাড়বেন না। গুছিয়ে রাখুন।
7/10

পড়ার ঘরে ড্রেসিং টেবিল রাখবেন না। পড়ার টেবিলটা শক্ত দেওয়ালের সামনে রাখলে ভাল হয়। কাছাকাছি জানলা থাকলে ভাল হবে।
8/10

পাশাপাশি শিক্ষার্থীরা পড়ার ঘরে অ্যাকোরিয়াম রাখবেন না। জলের বোতলগুলি উত্তর-পশ্চিমে মুখ করে রাখুন।
9/10

যদি হোস্টেলে থাকেন, গরম করার কোনও ইলেকটিক যন্ত্র বা ওভেন পূর্ব ছাড়া কোথাও রাখবেন না।
10/10

আরও কতগুলি বিষয় রয়েছে, পরীক্ষার দিনগুলিতে ডিম না খাওয়াই ভাল। কারণ এতে রক্তচাপে প্রভাব পড়তে পারে।
Published at : 10 Feb 2025 09:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
