Anubrata Mandal: আসানসোল জেলকে ই-মেল ইডির, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে টানাপোড়েন অব্যাহত
ED on Anubrata: কাল আসানসোল সিবিআই স্পেশাল কোর্টের দ্বারস্থ হবে ইডি খবর সূত্রের।
প্রকাশ সিনহা, আসানসোল: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি-যাত্রা নিয়ে টানাপোড়েন জারি। আসানসোল জেলকে (asansol jail) ই-মেল করা হল ইডির (ED) তরফে। 'জেলে গিয়ে অনুব্রতকে নিয়ে আসবে না ইডি', খবর ইডি সূত্রে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, 'যেভাবে সায়গল হোসেনকে নিয়ে আসা হয়েছিল, সেভাবেই নিয়ে আসা হোক অনুব্রতকে। আদালতের নির্দেশনামায় এরকম কিছু লেখা নেই।' কাল আসানসোল সিবিআই স্পেশাল কোর্টের দ্বারস্থ হবে ইডি খবর সূত্রের।
কী জানা গেল?
কে নিয়ে যাবে বীরভূমের দাপুটে জেলা তৃণমূল সভাপতিকে? সকাল থেকেই এই নিয়ে টানাপড়েন চলছিল। আসানসোল জেল কর্তৃপক্ষ আসানসোল কমিশনারেটকে ই-মেল করে জানিয়েছিল, যে বাহিনী দেওয়া হোক। সেই বাহিনীই অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে। পরে খবর আসে, পুলিশ বাহিনী দিতে রাজি হয়নি। অনুব্রতকে নিয়ে যেতেও নারাজ তারা। এর পরই দিল্লিতে ইডি-র সদর দফতরে ই-মেল করা হয় যে তারা যে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে এসে নিয়ে যায়। কিন্তু হালে খবর মেলে, যে ইডি আধিকারিকরাও অনুব্রতকে নিতে আসানসোল জেলে আসবেন না। সেই মর্মে জেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। যেভাবে সায়গল হোসেনকে রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে গিয়ে পেশ করা হয়েছিল, সেই ভাবেই অনুব্রতকে নিয়ে আসার কথা বলা হয়েছে ইডির পাঠানো ই-মেলে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনামায় কোথাও বলা নেই যে অনুব্রত মণ্ডলকে এসে নিয়ে যাবে ইডি। আগামীকাল জেল কর্তৃপক্ষ আসানসোল বিশেষ আদালতের দ্বারস্থ হবে। গোটা পরিস্থিতি কোর্টকে জানানো হবে বলে সূত্রের খবর।
হুঙ্কার প্রাক্তন তৃণমূল বিধায়কের...
পঞ্চায়েত ভোটের আগে কেষ্টহীন এলাকায় কী ভাবে ভোট হবে, তা নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার হুঙ্কার, 'বীরভূম জেলায় কীভাবে ভোট করতে হয়, অনুব্রত মণ্ডলের কাছে শেখা আছে'। অনুব্রতর কায়দাতেই ভোট করব।' গদাধরের আরও বক্তব্য, "আমাদের নেতা অনুব্রত মণ্ডলকে বিজেপি সরকার মিথ্যা কেসে ফাঁসিয়েছে। ইডি-সিবিআই লাগিয়ে দিয়ে অনুব্রত মণ্ডলকে শেষ করা যাবে না। অনুব্রত মণ্ডলের সৈনিক আমরা। বিভিন্ন জেলায় কীভাবে ভোট করতে হয়, তা তাঁর কাছে শেখা আছে। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সেই একই কায়দায় ভোট করব। অনুব্রত মণ্ডলের যদি কোনও কষ্ট হয়, সেই একই কায়দায় বীরভূম জেলায় যাঁরা বিজেপি আছেন, তাঁদের কষ্ট কিন্তু আমাদের কাছ থেকে পেতে হবে।"
আরও পড়ুন:আসানসোল জেলকে ই-মেল ইডির, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে টানাপোড়েন অব্যাহত