উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয়ে ৪৮ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার
লালবাজারের প্রতারণা শাখার হাতে গ্রেফতার হলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার।
কলকাতা: ফের কলকাতায় মিলল ভুয়ো পুলিশ আধিকারিকের হদিশ। এবার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পরিচয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে জালিয়াতি। এক ঠিকাদারকে ৪৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গতকাল লালবাজারের প্রতারণার শাখার হাতে গ্রেফতার হন অভিযুক্ত সুমন ভৌমিক।
ভুয়ো IAS, ভুয়ো CBI-এর পর এবার কলকাতায় আবারও ভুয়ো পুলিশ অফিসারের হদিশ। লালবাজারের প্রতারণা শাখার হাতে গ্রেফতার হলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, কমিশনারেটের এসআই ও অতিরিক্ত ডেপুটি কমিশনার পরিচয় দিয়ে কমিশনারেটের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ঠিকাদারের কাছ থেকে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় চার অভিযুক্ত।
১২ জুলাই চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল লালবাজারের প্রতারণার শাখার হাতে গ্রেফতার হন প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সুমন ভৌমিক। বাকিদের খোঁজ চলছে। বাজেয়াপ্ত হয়েছে ২টো ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাঙ্কের নথি।
উল্লেখ্য গতকালই রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই নামে এক ভুয়ো আইপিএসকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও। জানা গিয়েছে, নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন নিজেকে আইপিএস অফিসার পরিচয় দেওয়া ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, NIA-তে স্পেশাল মিশনে রয়েছেন বলে দাবি করতেন অভিযুক্ত রাজর্ষি। অভিযোগ, এক ব্যক্তিকে পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চায় ভুয়ো আইপিএস। যাঁর কাছে টাকা চাওয়া হয়, তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। এর পরই তদন্তে নেমে ওই ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
ভুয়ো IPS অফিসার রাজর্ষি ভট্টাচার্যর গ্রেফতারির পর এবার তাঁর বেলঘরিয়ার বাড়িতে মিলল বিপুল পরিমাণ অস্ত্র, গুলি। গতকাল রাতে ধৃতের বাড়িতে তল্লাশি চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। ভুয়ো IPS অফিসারের বাড়ি থেকে উদ্ধার হয় রাইফেল, দোনলা বন্দুক, রিভলবার, এয়ার গান-সহ ৭টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি। উদ্ধার হয়েছে IPS লোগো লাগানো ব্লেজার ও অশোক স্তম্ভ লাগানো খাকি উর্দি। এছাড়াও, ভুয়ো IPS অফিসারের বাড়িতে মিলেছে কয়েক সেট ওয়াকি টকি। পুলিশ সূত্রে খবর, ধৃত রাজর্ষি দাবি করেছেন, তিনি উত্তর কলকাতা রাইফেল ক্লাবের সদস্য