কলকাতা: অষ্টমীর শেষবেলা। করোনা ভয় তুচ্ছ করে শারদোৎসবে মেতেছে বঙ্গবাসী। সন্ধ্যায় প্যান্ডেল হপিং-এ ব্যস্ত শহর। জনস্রোত রাস্তায়, মাস্কে ঢাকা অজস্র মুখ। নিউ-নর্মালের পুজোতেও থিম থেকে আলোকসজ্জায়, প্রতিমায় দর্শকের মন জয়ের চেষ্টা।


অষ্টমীর সন্ধ্যায় পুরোদস্তুর উৎসবের মেজাজে তিলোত্তমা। সেই উৎসবে অন্য মাত্রা যোগ করেছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের থিম-ভাবনা, শিল্প নৈপুন্য। দুর্গাপুজোকে যাঁরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, ভেবেছেন অন্য রকম কিছু.। ইতিমধ্যেই সেইসব সেরাদের হাতে উঠল এবিপি আনন্দর শারদ সম্মান। 


মণ্ডপে মণ্ডপে মহাষ্টমীর পুজো শেষ। বেলুড়মঠ, বাগবাজার, শোভাবাজারে, পুজোর আরতিতে ছিল বাড়তি আকর্ষণ। রীতি মেনে, শাস্ত্র মতে দেবীর আরাধনা মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজোও শুরু হয়েছে৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে। প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ। আজও সেই মতো পুজো হয়েছে কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই। সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট।


করোনা আবহে বদলে গিয়েছে জীবনযাপন। তবে পুজোর এই কটা দিন অন্যরকম। অজস্র খারাপের মধ্যেও ভালথাকার রসদ। তাই বিগতদিনের কালিমা কাটিয়ে উৎসবে মাতোয়ারা সকলেই। আট থেকে আশি রাস্তায় বেরিয়ে পড়েছেন সকলেই। উত্তর কলকাতার রাজবাড়ি থেকে দক্ষিণের মাডক্স সর্বত্রই নিয়ম মেনে সম্পূর্ণ হয়েছে সন্ধ্যারতি । হয়েছে সন্ধিপুজোয়ও। উল্লেখ্য, অষ্টমী এবং নবমীতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেসব উপেক্ষা করেই রাস্তায় নেমেছেন সকলে । 


আরও পড়ুন: Durga Puja 2021: রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী সাহেবা খাতুন, বাঙালির সেরা উৎসবে অনন্য নজির


আরও পড়ুন: Durga Puja 2021 : চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হয় জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোয়


আরও পড়ুন: Durga Puja 2021: তন্ত্রধারকের ভূমিকায় নেই প্রণব, মিরিটির মুখার্জীবাড়িতে এবার পুজো করছেন পুরোহিতরা