কলকাতা: লেকটাউন শ্রীভূমির মণ্ডপে জনপ্লাবন। ভিড় ঠেকাতে হিমশিম খেয়েছে প্রশাসন। অবশেষে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ। ভিড় সরিয়ে কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। চলছে পুলিশি টহলদারি। 


পাশাপাশি ভিড়-আলো বিতর্কের জেরে শ্রীভূমির পুজোকে আইন মেনে চলতে হবে। নিশ্চিত করতে ব্যবস্থা নিন মুখ্যসচিব-পুলিশ কর্তারা, নির্দেশ নবান্নের।
নবান্নের শ্রীভূমি-নির্দেশ।


দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ, সঙ্গে আলোর চোখ ধাঁধানো কারসাজি দেখিয়ে এবার নজর কেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দর্শকরা এই মণ্ডপে ভিড় জমিয়েছেন মহালয়ার দিন থেকেই। কলকাতার বুর্জ খলিফা নিয়ে ত্রাহি ত্রাহি রব। কার্যত এবারের পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই মণ্ডপ। তবে বাধ সাধল অতিরিক্ত জনজোয়ার। অবশেষে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আজ বিকেল থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। চেষ্টা চলেছিল ভিড় নিয়ন্ত্রণের। তবে সবটাই সার হল শেষ পর্যন্ত।


বুর্জ খলিফা। গন্তব্য অবশ্য দুবাই নয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। তার সঙ্গে আলোর রোশনাই। আর তা দেখতেই ভিড় জমাচ্ছেন তিলোত্তমাবাসী। শুধু কি মহানগরী ? অনেকে আসছিলেন বাইরের জেলা থেকেও। মণ্ডপ ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল উদ্দীপনা। 


শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্‍। সুর দিয়েছেন জিত্‍ গঙ্গোপাধ্যায়। কাঁচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা। ৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'। নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি স্পোর্টিং। 


আরও পড়ুন: Durga Puja 2021: রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী সাহেবা খাতুন, বাঙালির সেরা উৎসবে অনন্য নজির


আরও পড়ুন: ভিড় ঠেকাতে হিমশিম, বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন 


আরও পড়ুন: Durga Puja 2021 : চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হয় জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোয়