Madan Mitra Pegasus Protest: রিকশা, গরু গাড়ির পর এবার পেগাসাস-প্রতিবাদে ঘোড়ায় সওয়ার মদন মিত্র!
পেগাসাসকাণ্ডে অভিনব প্রতিবাদে সামিল হলেন মদন মিত্র।
কলকাতা : পেগাসাসকাণ্ডে অভিনব প্রতিবাদে সামিল হলেন মদন মিত্র। ভবানীপুর চত্বরে কালো কাপড় বেঁধে, ঘোড়ায় চড়ে প্রতিবাদ জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি জানালেন, 'তাঁর ঘোড়াটির নাম রানি। রানি অর্থাত্ লোকতন্ত্র। পেগাসাস লোকতন্ত্রের উপর আঘাত হেনেছে। ' প্রাক্তন পরিবহণ মন্ত্রীর অভিযোগ, এখন কেন্দ্রীয় সরকার স্বামী-স্ত্রীর ঘরেও আড়ি পাতছে। রেকর্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও। তাই তাঁর এই অভিনব প্রতিবাদ।
'এই সরকার উড়ন্ত ঘোড়ার মত পেগাসাসের বীজ ছড়িয়ে দিচ্ছে।' প্রতিবাদ মদনের। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুললেন জ্বালানীর উত্তুঙ্গ দাম নিয়েও।
এর আগে ভবানীপুরে রিকশ টেনে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তিনি। মদন মিত্র বিজেপিকে কটাক্ষ করে বলেন, একদিকে একটা পার্টি রামের নামে তলোয়ার চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, তৃণমূল রিকশা চালককে রিকশতে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছে।
রিকশওয়ালাকে দেওয়া হয় নতুন পাঞ্জাবি। তিনি রিকশয় বসে রয়েছেন। যাতে গরম না লাগে সেইজন্য হাওয়া করা হয়। সঙ্গে বাউল গান। আর এরইমধ্যে রিকশা চালান রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। তিনি জানান, তাঁদের এই কর্মসূচির পর রিকশা চালকের পা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হবে। এভাবে অভিনব প্রতিবাদের পাশাপাশি স্থানীয় লোকজনকে পাঁচ কেজি সব্জি এক টাকায় দেওয়া হয়।
এর আগেও জুলাই পাশের শুরুর দিকে নানা অভিনব উপায়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করেন কামারকাটির বিধায়ক । কখনও সাইকেল চালিয়ে তো আবার কখনও গরু গাড়িতে চড়ে তিনি প্রতিবাদ করেন। তাঁর নিজের এলাকা বেলঘরিয়া-রথতলা থেকে এদিন সাইকেল চালিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ জানান মদন। এরপর ভবানীপুর এলাকায় গরু-গাড়ি চালিয়ে প্রতিবাদ করেন। তাঁর দাবি, প্রতিদিন যেভাবে জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে তাতে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। খেতে পাচ্ছে না গরিব মানুষরা । কাজের জায়গায় যেতে গন্তব্যে যেতে সাইকেল কিংবা গরুতে টানা গাড়িই ব্যবহার করতে হবে। সেই ভাবনা থেকেই তাঁর অভিনব প্রতিবাদ।