Garfa Fire: ঝুপড়িতে বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডারে আগুন, অগ্নিদগ্ধ ২
দীর্ঘদিন ধরে বেআইনি সিলিন্ডারের ব্যবসা করত এই দুজন। এক-একটি সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করা হত
সন্দীপ সরকার, কলকাতা: বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডারে আচমকা আগুন লেগে অগ্নিদগ্ধ ২ জন।
স্থানীয় সূত্রে খবর, গড়ফা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝুপড়িতে থাকত রাম প্রসাদ হালদার ও দীপু বেরা। সেখানে বেশ কিছু সিলিন্ডার বেআইনিভাবে মজুত করে রেখেছিল দুজনে।
স্থানীয় সূত্রে দাবি, এদিন সকালে দীপু ওই ঝুপড়িতেই রান্না করছিল। শৌচাগারে ছিল রামপ্রসাদ। রান্না করার সময় আচমকা আগুন লেগে যায়। সিলিন্ডার মজুত থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণ ঘটলে তাতে দগ্ধ হয় দীপু। ওই অবস্থায় সে ভয়ে পেয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে পাশে ঝোপে লুকিয়ে পড়ে। অন্যদিকে, ছাউনি ভেঙে খালে ঝাঁপ দেয় রামপ্রসাদ।
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাই গ্যাস সিলিন্ডারগুলি বের করে খালের জলে ফেলে দেন।
পরে, দগ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন রামপ্রসাদও।
থানার কাছেই এই ঘটনা ঘটে যাওয়ায় সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী করে এত সিলিন্ডার মজুত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেআইনি সিলিন্ডারের ব্যবসা করত এই দুজন। এক-একটি সিলিন্ডার ২ হাজার টাকায় বিক্রি করা হত।
সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।