LPG Price Hike: ফের তীব্র জ্বালানির জ্বালা, পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের
এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোর মুখে ফের বাড়ল জ্বালানির জ্বালা। এবার বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।
পুজোর সময় বাণিজ্যিক রান্নার গ্যাসের চাহিদা এমনিতেই বেশি থাকে। সেই সময়ই দাম বাড়ানোয় সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে, গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে।
আরও পড়ুন, পুজোর বাজারে মন্দা, 'মন ভাল নেই' বস্ত্রবিপণীদের, তবে রমরমিয়ে বাড়ছে অনলাইন শপিং
পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৭০ টাকা ৫৯ পয়সা। এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে ২ সপ্তাহের মধ্যে LPG-র সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা। একে করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে। অনেকে চাকরি হারিয়েছেন। এই সময় রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত।
তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্য়বিত্তের মাথায় হাত। করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।
আরও পড়ুন, "দুর্গাপুজোর বেশ কিছুদিন পরে ভারতমাতার পুজো হত গ্রামে", ছেলেবেলার পুজোর স্মৃতিতে রতনতনু ঘাটী
পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন রান্নার গ্যাসের দাম ৯০০ পার করায় হেঁসেলেও আগুন ধরবে বলেই আশঙ্কা সকলের। অর্থনীতিবিদদের মতে, দাম বেড়েছে বলে ব্যবহার করব না, এমনটা কেউ ভাবতে পারবেন না। কেরোসিন বা কয়লায় কেউই ফিরে যেতে পারবেন না। এটা মানুষকে নিতেই হবে। মানুষকে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম খুব বেশি এমনটা নয়।