Sobhandeb Chattopadhyay Covid Positive: করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে
করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানান বিদ্যুৎমন্ত্রী।
কলকাতা: করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন। গতকাল, বুধবার করোনা পরীক্ষা হয় বিদ্যুৎমন্ত্রীর। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানান বিদ্যুৎমন্ত্রী। ট্যুইটে শোভনদেব চট্টোপাধ্যায় লেখেন, 'আমি করোনা পজেটিভ। আপাতত হোম আইসোলেশনে রয়েছি। বিগত সাত দিনে আমার সংস্পর্শে আসা প্রত্যেককেই নিজেদের কোয়ারেন্টাইন করুন।'
I have tested positive for Covid 19 and presently in home isolation. Anyone in close contact with me in the last seven days, kindly get yourself tested.
— MLA Sobhandeb Chattopadhyay (@SobhandebChatt1) February 18, 2021">
সূত্রের খবর, এই মন্ত্রীর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই, জানাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু মন্ত্রীর বয়সের জন্য চিন্তায় চিকিৎসক মহল।
সম্প্রতি করোনার দাপট খানিকটা কমার ইঙ্গিত মিলতেই ফের রাজনৈতিক এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। বিদ্যুৎমন্ত্রীর পরিবার সূত্রের খবর, সম্প্রতি এসএসকেএম হাসপাতালে নিজের কোমরের জন্য একটি ইঞ্জেকশন নিতে গিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন তিনি। নিজের বাড়ির পাশাপাশি পুজো করেন তৃণমূল ভবনেও। মঙ্গলবার রাত থেকেই শোভনবাবুর অসুস্থতা শুরু হয়। বুধবার করোনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার রিপোর্ট তাঁর পজিটিভ আসে ৷