KMC Election- TMC Candidate list: প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের, গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট
Kolkata Municipal Corporation Polls: গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট তৃণমূল কংগ্রেসের। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা। ৬ বিধায়ক পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আশাবুল হোসেন, কলকাতা: গতকাল কলকাতা পুরসভার নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর আজ বিকেলে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। এরপর তৃণমূল কংগ্রেসও প্রার্থীতালিকা প্রকাশ করল।
কালীঘাটে বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। প্রার্থীতালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা।’
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, পুরভোটে ফের লড়বেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ। কলকাতার ৬ বিধায়ক এবারের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীতালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ মালা রায়েরও।
তৃণমূল সূত্রে খবর, প্রার্থীতালিকায় নাম নেই রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। তিনি জানিয়েছেন, ‘আমার এক ইঞ্চিও খারাপ লাগছে না।’
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা থেকে বাদ সুদর্শনা মুখোপাধ্যায়। বাদ গেল রতন দে, রতন মালাকারের নাম। প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। মনোনয়ন পেলেন না কোঅর্ডডিনেটর সুস্মিতা দাম। প্রার্থী হচ্ছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, অনিন্দ্য রাউত। প্রার্থী হচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী হচ্ছেন বিধায়ক পরেশ পাল। ফের প্রার্থী হচ্ছেন তারক সিংহ, তাঁর ছেলে অমিত ও মেয়ে কৃষ্ণা। বাদ পড়লেন স্মিতা বক্সী। প্রার্থী হচ্ছেন মন্ত্রী শশী পাঁজা মেয়ে পূজা পাঁজা। টিকিট পেলেন বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। শান্তনু সেনের জায়গায় প্রার্থী হচ্ছেন তাঁর স্ত্রী কাকলি সেন। প্রার্থী হচ্ছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। প্রার্থী হচ্ছেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়।
এবারের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর বিধানসভা উপনির্বাচনেও অসাধারণ ফল করেছে রাজ্যের শাসক দল। কলকাতা পুরসভা নির্বাচনেও ভাল ফলের আশায় তৃণমূল।