WB Election 2021: চাকরি চাই, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ
প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তারপর কাউকে চ্যাংদোলা করে, কাউকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে মঙ্গলের দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে নাকতলা ও করুণাময়ী। মঙ্গলবার দুপুরে নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন চাকরিপ্রার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
অরিত্রিক ভট্টাচার্য,কলকাতা: অবিলম্বে নিয়োগের দাবিতে নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। একই দাবিতে বিক্ষোভ করুণাময়ীতেও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী।
প্রথমে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তারপর কাউকে চ্যাংদোলা করে, কাউকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে মঙ্গলের দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে নাকতলা ও করুণাময়ী। মঙ্গলবার দুপুরে নাকতলায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন চাকরিপ্রার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
তাঁদের দাবি, ২০১৬ সালে এসএসসি পাস করলেও এবং উত্তীর্ণের তালিকায় নাম থাকলেও নিয়োগ হয়নি। ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে অবস্থান আন্দোলন তুলতে সরকার প্রতিশ্রুতি দিলেও কোনও কথা রাখা হয়নি। অভিযোগ, তাঁদের পরে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন।
পুলিশ উঠে যেতে বললেও আন্দোলনে অনড় ছিলেন চাকরিপ্রার্থীরা। এরপর জোর করে তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অন্যদিকে, নিয়োগের বিজ্ঞপ্তি জারি, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং এবিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। এদিন দুপুরে সল্টলেকে করুনাময়ী মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এখানেও জোর করে তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে আন্দোলনকারীদের আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ।
এবিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এবিষয়ে কোনও মন্তব্য করবেন না।