এক্সপ্লোর
Advertisement
কৃষ্ণ যেদিন কারাগারে জন্মেছেন, সেদিন আপনি জামিন চাইছেন? খুনের আসামীকে বললেন প্রধান বিচারপতি বোবদে
খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে প্রধান বিচারপতি বললেন, যে দিন কারাগারে মায়ের কোল আলো করে কৃষ্ণ জন্মেছিলেন, সে দিনেই আপনি কারাগার থেকে মুক্তি চাইছেন?
নয়াদিল্লি: আদালতের গুরুগম্ভীর আবহাওয়া মুহূর্তে খানিক হালকা হয়ে উঠল। সৌজন্যে দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে প্রধান বিচারপতি বললেন, যে দিন কারাগারে মায়ের কোল আলো করে কৃষ্ণ জন্মেছিলেন, সে দিনেই আপনি কারাগার থেকে মুক্তি চাইছেন?
খুনে দোষী সাব্যস্ত কংগ্রেস সদস্য ধমেন্দ্র ভালভির জামিনের আবেদনের শুনানি চলছিল দেশের প্রধান বিচারপতির এজলাসে। ১৯৯৮ সালে বিজেপির একজনকে খুন করার অভিযোগে অভিযুক্ত হন কংগ্রেসের সদস্য ভালভি ও পাঁচজন। নিম্ন আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বম্বে হাইকোর্টও একই সাজা বহাল রাখে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দোষীরা।
মঙ্গলবার জন্মাষ্টমীর দিন ধর্মেন্দ্র ভালভির জামিনের আর্জি শুনছিলেন দেশের বোবডে। হালকা সুরে তিনি বলেন, ’’ আপনি জামিন চান নাকি কারাগারে থাকতে চান? আজকের দিনে ভগবান কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। আপনি আজকের দিনে সংশোধনাগার ছাড়তে চাইছেন? ‘‘দোষীর আইনজীবী বিচারপতিকে জানান তিনি জামিন চান। ধর্মেন্দ্র ভালভির জামিনের শর্ত হিসেবে ২ জন জামিনদার ও ২৫ হাজার টাকার বন্ড দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement