Lakhimpur Case: লখিমপুরকাণ্ডে তদন্তে অসহযোগিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলেকে ১৪ দিনের জেল হেফাজত
জেরায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে, এমনটাই দাবি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
![Lakhimpur Case: লখিমপুরকাণ্ডে তদন্তে অসহযোগিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলেকে ১৪ দিনের জেল হেফাজত Lakhimpur Case: Ashish Mishra son of Union Minister sent to 14-days judicial custody Lakhimpur Case: লখিমপুরকাণ্ডে তদন্তে অসহযোগিতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলেকে ১৪ দিনের জেল হেফাজত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/10/86d2df5611b13d4242bb2d15754de540_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: লখিমপুর খেরি হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জেরা করেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। যদিও সেই জেরায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে, এমনটাই দাবি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিশও। এর ৬ দিন পর, পুলিশের কাছে হাজিরা দিলেন খুনের অভিযোগে এফআইআরে নাম থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে।
সূত্রের খবর, শনিবার খোদ ডিআইজি জিজ্ঞাসাবাদ করছেন মন্ত্রী-পুত্রকে। তালিকায় রয়েছে ৩২টি প্রশ্ন। সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, ঘটনার সময় কোথায় ছিলেন আশিস মিশ্র। তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? সঙ্গে কারা ছিল? মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ লাইনে হাজির বিজেপি সাংসদ, বিধায়করা। যদিও সেই সকল প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন, আজ মহাপঞ্চমী, বোধনের আগেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়
অন্যদিকে, লখিমপুরকাণ্ডে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা, কর্মীরা। এর আগে আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে লখিমপুরকাণ্ডে নিহত সাংবাদিক রমণ কাশ্যপের বাড়ির সামনে অনশন শুরু করেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। আশিস পুলিশের কাছে হাজিরা দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।
এদিকে, লখিমপুরকাণ্ডে কৃষক মৃত্যু নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে কংগ্রেস। আজ বারাণসীতে প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন প্রিয়ঙ্কা গান্ধী। এর নাম দেওয়া হয়েছে কিষাণ ন্যায় র্যালি। সকালে বারাণসীতে বিশ্বনাথ দর্শন সেরে কর্মসূচি শুরু করবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এরপর যাবেন দূর্গা মন্দিরে। দুপুর সোয়া ১টা নাগাদ বারাণসীর রোহানিয়ায় জগৎপুর কলেজ গ্রাউন্ডে কিষাণ ন্যায় র্যালিতে যোগ দেবেন প্রিয়ঙ্কা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)