Ashish Mishra Arrested::লখিমপুরকাণ্ডে ম্যারাথন জেরার পর অবশেষে মন্ত্রী-পুত্র আশিস মিশ্র গ্রেফতার
লখিমপুরকাণ্ডে ৬দিন পরে গ্রেফতার আশিস মিশ্র। খুনের অভিযোগে এফআইআরের পরে অবশেষে গ্রেফতার করা হল তাঁকে।
Lakhimpur Violence Case: লখিমপুর খেরি হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। আজ সকাল ১১ টা নাগাদ আশিস মিশ্র ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজির হয়েছিলেন। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে।
লখিমপুরকাণ্ডে ৬দিন পরে গ্রেফতার আশিস মিশ্র। খুনের অভিযোগে এফআইআরের পরে অবশেষে গ্রেফতার করা হল তাঁকে। কৃষক-হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে। পুলিশ সূত্রে খবর, উত্তর এড়িয়ে, তদন্তে অসহযোগিতা করেছেন আশিস। ৩ ডজন প্রশ্ন করা হয়। বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সময় গাড়ির চালকের আসনে কে ছিল? আশিসের বয়ানে এ ব্যাপারে ধোঁয়াশা ছিল বলে সূত্রের খবর। সূত্র মারফৎ জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় মৃত গাড়ি চালকের ছবি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে উঠে আসে। পুলিশ সূত্র অনুয়ায়ী, পোস্টমর্টেমের সময় হরিওম হলুদ রঙের ডোরাকাটা শার্ট পরেছিলেন। কিন্তু আশিস মিশ্রর পক্ষ থেকে হরিওমকে জিপের ড্রাইভার বলা হয়েছিল। আসলে ভাইরাল ছবি ও ভিডিওতে জিপ চালককে সাদা রঙের শার্ট পরে থাকতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, ঘটনার দিন আশিস মিশ্র ওরফে মনু সাদা শার্ট পরেছিলেন। ওই ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের একজন জিপে মনুর থাকার কথা উল্লেখ করেছিলেন। ওই অভিযুক্ত বলেছিলেন যে, ঘটনার পরই মোনু রাইস মিলে চলে গিয়েছিলেন। জিপ থেকে পাওয়া ৩১৫ বোরের মিস কার্তুজগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে। সেগুলি আশিস মিশ্রর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রর কার্তুজ বলে সন্দেহ করা হচ্ছে। এসআইটি এই ঘটনায় ফরেন্সিক টিমের দাবি করেছে।
বক্তব্যের সমর্থনে সিটের কাছে একাধিক ভিডিও পেশ করেন আশিস। ৩২টি প্রশ্নের তালিকা করে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিট।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।