LIC cuts home loan interest : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স
গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স লিমিটেড। ৬.৯০ শতাংশ থেকে কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে।
![LIC cuts home loan interest : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স LIC Housing Finance cuts interest rates of home loan Get to know how much LIC cuts home loan interest : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/03/a65550bebafcfd59399c5f016068f2d3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স লিমিটেড। ৬.৯০ শতাংশ থেকে কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে। সীমিত সময়ের জন্য এই সুবিধা মিলবে। বেতনভোগীদের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে এই সুদের হার প্রযোজ্য। সম্ভবত, এটাই কোনও সংস্থার তরফে দেওয়া সবথেকে কম গৃহ ঋণের সুদ।
এক বিবৃতিতে LIC হাউজিং ফিনান্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, নতুন ঋণগ্রহীতা যাঁদের ঋণ ২০২১ সালের ৩১ অগাস্ট পর্যন্ত অনুমোদন আছে, তাঁরা এই বিশেষ সুযোগ পাবেন। তবে, প্রথম ডিসবার্সমেন্ট হবে ৩০ সেপ্টেম্বর বা তার আগে।
LIC হাউজিং ফিনান্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, সুদের এই হার ঋণগ্রহীতার বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করবে। এক্ষেত্রে CIBIL স্কোর দেখা হবে। সংস্থার তরফে বলা হয়েছে, গৃহ ঋণের ক্ষেত্রে সর্বকালীন কম সুদের হার দেওয়া হয়েছে। যার মেয়াদ থাকবে ৩০ বছর।
সংস্থার এমডি এবং সিইও বিশ্বনাথ গৌড় বলেন, অতিমারির প্রভাবের দিকে নজর রেখে আমরা এমন একটা সুদের হার দিতে চাইছিলাম যেটা মানুষকে সাহায্য করবে। বাড়ি করার জন্য মানুষের যে স্বপ্ন তা পূরণে যাতে সুবিধা হয়। তাঁর সংযোজন, আমাদের আশা গৃহ ঋণে সুদের হারে এই সঙ্কোচন ক্রেতাদের আত্মবিশ্বাস বাড়াবে। এর ফলে এই সেক্টরের খুব দ্রুত পুনরুজ্জীবন হবে।
এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ৬.৭০ শতাংশ সুদের হারে গৃহ ঋণ দেওয়া হচ্ছে। এটা থেকেই শুরু। HDFC ও কোটাক মহিন্দ্রার মতো সংস্থাও গৃহ ঋণ দেয়। তাদের গৃহ ঋণে সুদের হার শুরু হয় ৬.৭৫ শতাংশ থেকে। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ব্যালান্স ট্রান্সফারের জন্য ৬.৬৫ শতাংশ বিশেষ সুদের হারে ঋণ দেয়।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতিতে বিশাল ধাক্কার মুখে মধ্যবিত্তের আর্থিক অবস্থা। অনেকে চাকরি খুইয়ে সমস্যায় পড়েছেন। কারও কারও আবার আয় কমেছে। এই পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টরও ধাক্কা খেয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)