এক্সপ্লোর
Advertisement
রামমন্দির,৩৭০ ধারার মতো চিন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিনও স্থির করে রেখেছেন মোদি, দাবি উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির
পাশাপাশি ভারত-পাকিস্তান যুদ্ধের উল্লেখও করেন তিনি। হিন্দিতে মন্তব্য করেন, সম্বন্ধিত তিথি ত্য়য় হ্যায় অর্থাত্ দিন স্থির হয়ে রয়েছে। আরও বলেন, কিন্তু উনি দেশের গরিবকে হতাশ করবেন না, দেশের অসম্মান হতে দেবেন না। আমরা রাম ও কৃষ্ণের পথে রয়েছি।
নয়াদিল্লি: লাদাখ সীমান্ত ইস্যুতে ভারত-চিন চলতি বিরোধ, সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর দাবি উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহের। রামমন্দির তৈরি, সংবিধানের ৩৭০ অনু্চ্ছেদ প্রত্যাহারের মতো ব্যাপারে যেমন করেছেন, তেমনই পাকিস্তান, চিনের সঙ্গে কবে যুদ্ধ, সেই দিনক্ষণও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থির করে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। প্রতিটি বিষয়েই তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র দেব। একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে তাঁকে এই মন্তব্য করতে শোনা গিয়েছে বলে দাবি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রামমন্দির নির্মাণের পথ প্রশস্ত হয়েছে আর সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে তার বিভাজন ঘটানো হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির দাবি, এসব মোদিই স্থির করেছেন।
সূত্রের খবর, বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের বাসভবনে এক অনুষ্ঠানে স্বতন্ত্র দেবের কথায় হাততালির ঝড় ওঠে। তিনি বলেন, রামমন্দির, ৩৭০ অনুচ্ছেদ ইস্য়ুর মতো চিনের সঙ্গে কবে যুদ্ধ হবে, সেটাও ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারত-পাকিস্তান যুদ্ধের উল্লেখও করেন তিনি। হিন্দিতে মন্তব্য করেন, সম্বন্ধিত তিথি ত্য়য় হ্যায় অর্থাত্ দিন স্থির হয়ে রয়েছে। আরও বলেন, কিন্তু উনি দেশের গরিবকে হতাশ করবেন না, দেশের অসম্মান হতে দেবেন না। আমরা রাম ও কৃষ্ণের পথে রয়েছি।
স্বাভাবিক ভাবেই উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির দিন স্থির হওয়া নিয়ে দাবি ঘিরে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় স্থানীয় বিজেপি এমপি রবীন্দ্র কুশওয়ার মন্তব্য, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই ওই মন্তব্য করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement