এক্সপ্লোর
Limb lengthening procedure: অভাবনীয় ! ৫৫ লক্ষ টাকা খরচ করে লম্বা হলেন বছর ২৮-এর আলফোন্সো
লিম্বপ্লাস্ট এক্স ইনস্টিটিউটের চিকিৎসক ডা. কেভিন দেবীপ্রসাদ এই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগের এবং পরের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ছবিতেই স্পষ্ট যে ৩ ইঞ্চি উচ্চতা বেড়েছে ওই তাঁর।
![Limb lengthening procedure: অভাবনীয় ! ৫৫ লক্ষ টাকা খরচ করে লম্বা হলেন বছর ২৮-এর আলফোন্সো Limb lengthening procedure can help increase a person's height by six inches Limb lengthening procedure: অভাবনীয় ! ৫৫ লক্ষ টাকা খরচ করে লম্বা হলেন বছর ২৮-এর আলফোন্সো](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/21170020/web-alfonso-still-210121.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টেক্সাস: এবার লম্বা হওয়ার জন্য ৫৫ লক্ষ টাকা খরচ করলেন এক ব্যক্তি। আমেরিকার টেক্সাসের বাসিন্দা ওই ব্যক্তির উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি। সার্জারি করে ৬ ফুট ১১ ইঞ্চি লম্বা হন তিনি।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই লম্বা হওয়ার ইচ্ছা ছিল ওই ব্যক্তির। উচ্চতা ছিল ৫ ফুট ১১ ইঞ্চি। কিন্তু তাতে সন্তুষ্ট ছিলেন না ওই ব্যক্তি। বরাবরই ৬ ফুট উচ্চতা চেয়েছেন তিনি। তাই সার্জারি করার সিদ্ধান্ত নেন টেক্সাসের বাসিন্দা আলফোন্সো ফ্লোরস। ২৮ বছর বয়সে লিম্ব লাইটেনিং সার্জারি করান ওই ব্যক্তি।
লিম্বপ্লাস্ট এক্স ইনস্টিটিউটের চিকিৎসক ডা. কেভিন দেবীপ্রসাদ এই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগের এবং পরের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ছবিতেই স্পষ্ট যে ৩ ইঞ্চি উচ্চতা বেড়েছে ওই তাঁর। যদিও এই অস্ত্রোপচারের খরচ মোটেও কম নয়। বরং অনেক বেশি খরচ সাপেক্ষ। দেবীপ্রসাদের ওয়েবসাইট অনুযায়ী, এই অস্ত্রোপচার করতে খরচ হয়েছে ভরাতীয় মুদ্রায় ৫৫ লক্ষ টাকা।
ওই চিকিৎসক দেবীপ্রসাদ সংবাদংমাধ্যমকে জানিয়েছে, লিম্বপ্লাস্ট এক্স এই কসমেটিক সার্জারি যথেষ্ট বেদনাদায়ক। পায়ের দুই হাড় ফেমুর এবং টিবিয়াকে লম্বা করা হয়। তাতেই কোনও ব্যক্তির উচ্চতা বাড়ে। জানা গিয়েছে, এই পদ্ধতিতে প্রায় ৬ ইঞ্চি উচ্চতা বাড়ে। এই বিষয়ে আলফোন্সো ফ্লোরস বলেন, আমি জানি যে ৫ ফুট ১১ ইঞ্চি যথেষ্ট। কিন্তু অনেকেই আছেন যাদের স্বপ্ন থাকে আরও লম্বা হওয়া। ঠিক তেমনই আমিও লম্বা হতে চেয়েছিলাম। অস্ত্রোপচার করে ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা হয়। একইসঙ্গে এই উচ্চতা ক্রীড়াক্ষেত্রেও আমার গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে হয়।
যদিও এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটেছে। ইরানের মহিলা সাহার তাবার হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে প্লাস্টিক সার্জারি করেন। বিভিন্ন বিকৃত ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে। ১৯ বছরের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলাও হয়। এই অপরাধে ১০ বছরের জন্য কারাদণ্ড হয় তাঁর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)