বিশেষ "করোনা সেস" চাপাল কেজরিবাল প্রশাসন, দিল্লিতে সব মদের দাম বাড়ল ৭০ শতাংশ
এমআরপি-র ওপর বসছে এই ৭০ শতাংশ "বিশেষ করোনা সেস"।সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
নয়াদিল্লি: মদের দোকান খোলার অনুমতি মিলতেই, মদের ওপর বিশেষ "করোনা সেস" চাপিয়ে দিল দিল্লির আম আদমি পার্টি সরকার। যার জেরে রাজধানীতে মদের দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল জানিয়েছেন, দিল্লিতে সকাল ৯টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। সোশাল ডিস্টান্সিং ঠিকমতো যাতে বজায় রাখা হয়, তার জন্য দোকানের বাইরে মার্শালদের মোতায়েন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাকে বজায় রেখে ১৫০ দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লিতে প্রায় ৮৫০ দোকান রয়েছে।
যদিও, দিল্লিতে এখনই মদ বিক্রিতে অনুমতি দেওয়া উচিত হয়নি বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গতকালই, তিনি আপ সরকারকে মদ বিক্রি অনুমতি প্রত্যাহার করতে অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, দিল্লি রেড জোনে পড়ছে। তাই এখনই এই শিথিলতা বিপদ ডেকে আনতে পারে।
প্রসঙ্গত, কন্টেনমেন্ট জোন ছাড়া দেশের সর্বত্র মদ বিক্রিতে অনুমতি দিয়েছে কেন্দ্র। সোমবার থেকেই কার্যকর হয়েছে সেই নির্দেশিকা। সরকারি নির্দেশিকা অনুযায়ী, কেবলমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরেই স্ট্যান্ড অ্যালোন পৃথক অফ-শপগুলিই মদ বিক্রি করতে পারবে। শপিং মল বা কমপ্লেক্সে থাকা কোনও মদের দোকান খোলা থাকবে না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, মদ কেনার সময় ঠিক কী কী নিয়ম পালন করতে হবে। সেখানে মানুষকে যথাযথভাবে সোশাল ডিস্টান্সিং সহ যাবতীয় সুরক্ষাবিধি বজায় রাখারও আবেদন করা হয়েছে। যদিও, বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। মদের দোকান খুলতেই সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা যায় উপচে পড়া ভিড়। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই মানুষ মদের দোকানের সামনে জমায়েত করেন। গোলমালের জেরে বেগতিক বুঝে কোথাও কোথাও বন্ধই রাখতে হয় মদের দোকান।