ইনদওরে প্রার্থী কে? সংশয়ের মধ্যেই কর্মী বৈঠকে সুমিত্রা মহাজন
ইনদওর: লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশীর পর কি এবার কোপ পড়তে চলেছে সুমিত্রা মহাজনের উপরও? এখনই হ্যাঁ বলা না গেলেও সংশয় কিন্তু রয়েই গিয়েছে। ৭৫ পেরিয়ে যাওয়া কাউকে প্রার্থী নয়, এই নীতিতেই বাদ পড়তে পারেন ইনদওরের ৮ বারের সাংসদ। বিজেপির একাংশের মত এমনটাই।
চলতি মাসের ১২ তারিখেই ৭৬-এ পড়বেন সুমিত্রা মহাজন। সাম্প্রতিক সময়ে যেভাবে বয়সের কারণ দেখিয়ে গাঁধীনগর থেকে আডবাণী ও কানপুর থেকে মুরলী মনোহর জোশীকে টিকিট দেয়নি মোদী-শাহর টিম, সেই অঙ্কে ইনদওরে সুমিত্রা মহাজনের টিকিট না পাওয়া কার্যত পাকা। তাহলে প্রার্থী কে? মধ্যপ্রদেশ বিজেপির একাংশ মনে করছে সদ্য ক্ষমতা হারানোর পর দল আরও ভাবনা চিন্তা করেই প্রার্থী বাছাই করছে। তার উপর আবার ইনদওরের মতো আসন। এই কেন্দ্রে সুমিত্রা মহাজনের বদলে টিকিট দেওয়া হতে পারে বিধায়ক তথা ইনদওরের মেয়র মালিনী গৌড়কে।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৮টি আসনেই প্রার্থী দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বাকি ১১টি আসনে প্রার্থী ঘোষণা বাকি। যদিও এই পরিস্থিতেও কর্মীদের সঙ্গে নিয়ম করে যোগাযোগ রাখছেন বর্ষীয়ান এই সাংসদ। ১৯৮৯ থেকে ২০১৯, টানা তিন দশক এই কেন্দ্র থেকেই জিতে সাংসদ হয়েছেন তিনি। যার ফলে গোটা ইনদওরকে হাতের তালুর মতো চেনেন সুমিত্রা মহাজন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলকে কঠিন সময়ে শক্ত ভীত গড়ে দিতে একাধিক বৈঠক সারছেন এই বিজেপি নেত্রী।