এক্সপ্লোর
Advertisement
বয়স ৪৫, ১৬-তম সন্তানের জন্ম দিয়ে মৃত্যু মায়ের, মারা গেল সদ্যোজাতও
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার পাড়াজধীর গ্রামে। শনিবার গ্রামের বাড়িতে পুত্রসন্তানের জন্ম দেন তিনি
দামো: একে একে ১৫টি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু যোলতম সন্তানের জন্ম দেওয়ার ধকল আর সইতে পারলেন না। মারা গেলেন ৪৫ বছর বয়সি সুখরানি আহিরওয়ার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার পাড়াজধীর গ্রামে। শনিবার গ্রামের বাড়িতে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু এরপরই শিশু ও মা দুজনের অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতাধীন আশা কর্মী কাল্লো বাঈ বিশ্বকর্মা। সেখানে নিয়ে যাওয়ার পর মা ও শিশু দুজনকেই মৃত ঘোষণা করা হয়। সুখরানির আগের পনেরটি সন্তানের মধ্যে সাতজন আর বেঁচে নেই।
জেলার চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডঃ সঙ্গীতা ত্রিবেদী ঘটনাটি নিশ্চিত করেছেন। নারী কি শুধুই সন্তান উত্পাদনের যন্ত্র? সমাজকর্মীরা সহ নানা জনে এই প্রশ্ন তুলেছেন। কিন্তু তাতে এমন ঘটনার বিরাম নেই। তবে পরপর সন্তানের জন্ম দিতে গিয়ে যে নিজেদের শরীরের বিরাট ক্ষতি হয়ে যায় মেয়েদের, এমনকী মৃত্যু ডেকে আনে, এ ঘটনায় ফের প্রমাণ মিলল।
পরিবারের পুত্রসন্তানের চাহিদা পূরণ করতে গিয়েই কি সুখরানিকে বারবার মা হতে হয়েছে, জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement