এক্সপ্লোর
Advertisement
বৌয়ের ফেসপ্যাক মাখতে গিয়ে কেলেঙ্কারি, স্কটল্যান্ডের এই যুবকের ভুরু উড়ে গেল
জন জানিয়েছেন, ফেস মাস্ক তোলা রীতিমত যন্ত্রণাদায়ক, ভুরু থেকে তা তুলতে গিয়ে ভুরু ছিঁড়ে লোপাট হয়ে গিয়েছে।
কলকাতা: সাজগোজের ঝক্কি যে কত, তা তাঁরা ভালভাবে জানেন, যাঁরা ঘণ্টার পর ঘণ্টা ধরে মেকআপ করেন। এই সাজুগুজু মাঝে মাঝে মারাত্মক ঝুঁকিপূর্ণও হয়ে ওঠে। ভুরু প্লাক করতে গিয়ে চোখের ওপর কেটে যাওয়া বা পেডিকিওর করাতে গিয়ে চামড়া পুড়ে যাওয়া বিচিত্র নয়। তবে স্কটল্যান্ডের এক যুবকের সঙ্গে যা ঘটেছে তা কহতব্য নয়। স্ত্রীর চারকোল ফেসমাস্ক লাগিয়ে তাঁর দুই ভুরুই উড়ে গিয়েছে।
যুবকের নাম জন মিক্যান। স্ত্রী ট্রেসিকে তিনি বলেন, ট্রেসির ব্ল্যাকহেডস তোলার ফেস মাস্ক তাঁর নিজের মুখে খানিকটা লাগিয়ে দিতে। কিন্তু ট্রেসি রাজি হননি। তখন জন নিজেই ওই চারকোল ফেসপ্যাক নিজের মুখে মেখে নেন। ট্রেসিকে জিজ্ঞেস করেন, কীভাবে মাখতে হবে। ট্রেসি বলেন, চোখ ছাড়া গোটা মুখে। সে কথা শুনে ঠোঁট, ভুরু সর্বত্র ওই মাস্ক লাগিয়ে নিয়েছিলেন জন। তারপরেই কেলেঙ্কারি।
জন জানিয়েছেন, ফেস মাস্ক তোলা রীতিমত যন্ত্রণাদায়ক, ভুরু থেকে তা তুলতে গিয়ে ভুরু ছিঁড়ে লোপাট হয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন, তিনি কী করে জানবেন, চোখ ছাড়া গোটা মুখে ফেস মাস্ক মাখার অর্থ, ঠোঁট আর ভুরু বাদ দিতে হবে?
ট্রেসি অবশ্য গোটা ঘটনায় খুব হেসেছেন। বরের মুখ থেকে তাঁর মাস্ক তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement