এক্সপ্লোর
Advertisement
খাবার দিতে দেরি, মাকে মেরেই ফেলল ছেলে!
জানা গিয়েছে, প্রায়ই মদ্যপান করে বাড়ি ফিরত ছেলে। মদ্যপ অবস্থায় ফিরে ঝামেলা করত প্রতি রাতে। শুক্রবার রাতেও ব্যাতিক্রম কিছু ঘটেনি।
সিঙভূম: খাবার দিতে দেরি করেছিল মা। সেটাই ছিল তাঁর অপরাধ। আর তার জেরে ছেলের হাতেই খুন হতে হল তাঁকে। শুধু খুনই নয়, তারপর দেহ সৎকারের বন্দোবস্তও করে ফেলে অভিযুক্ত ছেলে। ঝাড়খণ্ডের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, প্রায়ই মদ্যপান করে বাড়ি ফিরত ছেলে। মদ্যপ অবস্থায় ফিরে ঝামেলা করত প্রতি রাতে। শুক্রবার রাতেও ব্যাতিক্রম কিছু ঘটেনি। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঝামেলা শুরু করে ৩৫ বছর বয়সি যুবক প্রধান সোই। কেন খাবার দিতে মা দেরি করছেন তা নিয়েই তৈরি হয় সমস্যা। সেই রাগে লাঠি দিয়ে পিটিয়ে মাকে খুন করে বসে যুবক। ঘটনা ঝাড়খণ্ডের পশ্চিম সিঙভূমের চাইবাসার মোনহরপুর ব্লকের।
স্থানীয়রা জানিয়েছে, প্রধানের মায়ের নাম সুমি। ৬০ বছর বয়সি প্রৌঢ়ার সঙ্গে থাকত অভিযুক্ত ছেলে। মোনহরপুরের পুলিশ অফিসার ভিমলেশ ত্রিপাঠি জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই প্রধান সোই তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে। শুধু তাই নয়, খুন করে দেহ সৎকার করার চেষ্টাও করে সে। তদন্তে জানা গিয়েছে, শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে সে। বাড়ি ফিরে খেতে দিতে বলে। কিন্তু দেরি হওয়ায় লাঠি দিয়েই মাকে মারতে শুরু করে। তাতেই মৃত্যু হয় প্রৌঢ়ার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement