মণীশ শুক্ল হত্যাকাণ্ড: শার্প শ্যুটারদের খোঁজে তল্লাশি সিআইডি-র, 'আই-ওয়াশ', কটাক্ষ দিলীপের
ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাল সিআইডি
কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে শার্প শ্যুটারদের খোঁজে ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি চালাল সিআইডি।
ওই দলে ছিলেন টিটাগড় থানার কয়েকজন তদন্তকারী অফিসারও। গোয়েন্দাদের অনুমান, গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালাতে পারে শার্প শ্যুটাররা। সেই জন্য ইতিমধ্যেই সীমান্তবর্তী থানাগুলিতে খুনের সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হয়েছে।
টিটাগড়ের বিজেপি নেতা খুনের ঘটনায় ইতিমধ্যে টিটাগড় থেকে গ্রেফতার করা হয়েছে ২ অর্জুন ঘনিষ্ঠকে। মণীশের বাবার দায়ের করা এফআইআরে ব্যারাকপুর, টিটাগড়ের পুর প্রশাসকের নাম রয়েছে।
যদিও তৃণমূলের দাবি, এলাকায় বিজেপি কোণঠাসা হয়ে পড়ায়, পরিকল্পিতভাবে এই খুনে তাদের নেতাদের নাম জড়ানো হয়েছে।
ইতিমধ্যেই, মহম্মদ খুররম খান এবং গুলাব আলি শেখ নামে দু’জনকে গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে দাবি, বাবার খুনের বদলা নিতেই মণীশকে খুন করিয়েছেন খুররম! যদিও, এই দাবি মানতে নারাজ বিজেপি।
এই গ্রেফতারিকে আই-ওয়াশ বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, মণীশ শুক্ল খুনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক চক্রান্ত, তাই সিবিআই তদন্ত প্রয়োজন।