Masks Mandatory:ফের বাড়ছে করোনা-সংক্রমণ, ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হরিয়ানা, কেরল ও পুদুচেরিতে
Covid19 Update In Haryana Puducherry And Kerala :ফের হইহই করে বাড়ছে করোনা-সংক্রমণ। পরিস্থিতি মাথায় রেখে প্রকাশ্যে ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল হরিয়ানা, কেরল ও পুদুচেরি।
কলকাতা: ফের হইহই করে বাড়ছে করোনা-সংক্রমণ (Corona Infection)। পরিস্থিতি মাথায় রেখে প্রকাশ্যে ফের মাস্ক ব্যবহার Mask Mandatory) বাধ্যতামূলক করল হরিয়ানা (Haryana), কেরল (Kerala) ও পুদুচেরি (Puducherry)। গত কয়েক বছরে করোনার একের পর এক ঢেউয়ে যে ভাবে মৃত্যুমিছিল লম্বা হয়েছে, তাতে কোনও ঝুঁকি নিতে নারাজ এখানকার প্রশাসন।
কোথায় কী নিয়ম?
পুদুচেরিতে গোটা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়েই এই নির্দেশিকা লাগু হচ্ছে। হরিয়ানায় ১০০ জনের উপর জমায়েতে মাস্ক পরা বাধ্যতামূলক। অন্য দিকে কেরল জানিয়েছে, প্রসূতি, বৃদ্ধবৃদ্ধা এবং যাঁদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ রয়েছে তাঁদের ক্ষেত্রে মাস্ক পরা আবশ্যক। শনিবার থেকেই রাজ্যবাসীকে সতর্কবিধি মেনে চলতে আর্জি জানাতে শুরু করেছিল হরিয়ানা সরকার। পরে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেন, 'এখানে মুখে মাস্ক পরা আবশ্যক। বিশেষত এমন জায়গা যেখানে ১০০ জনের বেশি জমায়েত হচ্ছে, সেখানে মাস্ক পরে চলতেই হবে। পাশাপাশি সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্যও মাস্ক পরা জরুরি।' তিনি আরও জানান, হাসপাতালে সর্দিকাশির সমস্যা নিয়ে যাঁরা আসবেন, তাঁদের প্রত্যেকের করোনা-পরীক্ষা বাধ্যতামূলক। এই নিয়ে জেলা প্রশাসন ও পঞ্চায়েতকে যথাযথ নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। অন্য দিকে কেরলে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এর্নাকুলাম, তিরুবনন্তপুরম ও কোট্টায়াম জেলায়। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের ক্ষেত্রেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেশি দেখা যায়। শয্যাশায়ী রোগী ও বয়স্কদের ক্ষেত্রে বেশি যত্নবান হওয়া দরকার, মনে করিয়েছেন তিনি। হাসপাতালে যাতে অক্সিজেন সরবরাহে ঘাটতি না হয় তা নিশ্চিত করতেও নিজের দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বীণা। পুদুচেরি প্রশাসন আবার হাসপাতাল, হোটেল, বার, রেস্তোরাঁ, লিকার শপস ইত্যাদি বিভিন্ন জায়গার কর্মীদের ক্ষেত্রে মাস্ক আবশ্যক করেছে। পাশাপাশি, সমস্ত সরকারি ও বেসরকারি কর্মচারীদের ১০০ শতাংশ টিকাকরণও সুনিশ্চিত করতে বলা হয়েছে।'
ফের আক্রান্ত...
শেষ ২৪ ঘণ্টায় ফের নতুন করে ৫ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্তের (Corona Infection) খোঁজ মিলল দেশে (India)। সব মিলিয়ে চিকিৎসাধীন রোগী সংখ্যা ৩২ হাজার ৮০০ পেরিয়ে গিয়েছে। একই মেয়াদে ১১ জন মারা গিয়েছেন বলেও খবর। সার্বিক ভাবে দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ।
কী ছবি?
মৃতদের তিন জন গুজরাতের বাসিন্দা, দুজন মারা গিয়েছেন হিমাচল প্রদেশে। বিহার, ছত্তিসগড়, মহারাষ্ট্র, ওডিশা এবং উত্তরপ্রদেশেও এক জন করে করোনা আক্রান্তের প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি, কেরলের যে সংশোধিত হিসেব দিয়েছে তাতে নতুন করে আরও এক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্য দিকে দেশে মোট আক্রান্তের সংখ্য়া ৪ কোটি ৪৭ লক্ষ ছুঁয়ে ফেলেছে। তবে রোগমুক্তির হার এখনও ৯৮.৭৪ শতাংশ।
আরও পড়ুন:বঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, কাল থেকেই রাজ্যে বাড়বে গরম