এক্সপ্লোর
Advertisement
বাণিজ্যনগরীর উপকণ্ঠে ‘যৌন হেনস্থা’-র শিকার পুরুষ! ইনস্টাগ্রামের সূত্র ধরে ফাঁদ, দাবি অভিযুক্তদের
২ বছর বয়সী অভিযোগকারী জানিয়েছেন, বাইকে চড়ে দুই যুবক সেখানে আসে। বলে, ইনস্টাগ্রামে তারা পরিচিত। তারপর তাঁকে সঙ্গে আসতে বলে।
মুম্বই: এবার ‘যৌন হেনস্থা’-র শিকার পুরুষ। খোদ বাণিজ্যনগরীর উপকণ্ঠের ঘটনা।
অভিযোগ, রবিবার রাতে কুরলা এলাকার এক রেস্তরাঁর বাইরে ঘটে ঘটনাটি। ২২ বছর বয়সী অভিযোগকারী জানিয়েছেন, বাইকে চড়ে দুই যুবক সেখানে আসে। বলে, ইনস্টাগ্রামে তারা পরিচিত। তারপর তাঁকে সঙ্গে আসতে বলে। কিন্তু হঠাতই অন্যদিকে ঘুরে যায় বাইকটি। সেখানে অপেক্ষা করছিল অন্য একটি গাড়ি। তাঁকে সেই গাড়িতে জোর করে তোলা হয় বলে অভিযোগ। এরপর একটি পেট্রল পাম্পে থামে গাড়িটি। সেখানে অভিযোগকারীর ক্রেডিট কার্ড দিয়েই জ্বালানী ভরে তারা।
ওই গাড়ির মধ্যেই অভিযোগকারীকে যৌন হেনস্থা করে তারা, এমনটাই অভিযোগ তার। এরপরে দূরে রাস্তার ধারে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।
সেখান থেকেই পুলিশ ফোন করে সাহায্য চান অভিযোগকারী। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩১১, ৩৯১, ৩২৩, ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে।
সিসিটিভি ফুটেজ ও বাইকের নম্বরের সূত্র ধরে মেহুল পারমার, আসিফ আলি আনসারি, পীযূষ চহ্বান নামক তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবার বয়স ২১-২৩ এর মধ্যে। অপর অভিযুক্ত নাবালক।
অভিযুক্তদের সোমবার অবধি পুলিশ হেফাজতে রাখা হবে। নাবালক অভিযুক্তকে সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।
তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তরা জানায়, অভিযোগকারী ইনস্টাগ্রামে একটি সেলফি তুলে আপলোড করেন। সেখানে তাঁর লোকেশনও উল্লেখ করা ছিল। তা দেখেই ফাঁদ পাতে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement