এক্সপ্লোর
বাড়িতে ঢুকতে বাধা, পুণে থেকে বালুরঘাটে ফেরা পরিযায়ী শ্রমিকের সাপের কামড়ে মৃত্যুর অভিযোগ
সঠিক কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত হবে। শ্রমিক মৃত্যু নিয়ে জেলা প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বালুরঘাট: ফের পরিযায়ী শ্রমিককে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। জেলা পরিষদের পরিত্যক্ত বাজারে আশ্রয় নেওয়া ওই শ্রমিকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাগলিগঞ্জ এলাকায়।
৩১ মে, পুণে থেকে ফেরেন পরিযায়ী শ্রমিক দিলীপ পণ্ডিত। পরিবারের দাবি, জেলা প্রশাসনের তরফে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। অভিযোগ, বাড়িতে ঢুকতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এরপর বছর ষাটের ওই শ্রমিক আরেক পরিযায়ী শ্রমিকের সঙ্গে আশ্রয় নেন জেলা পরিষদের একটি পরিত্যক্ত বাড়িতে।
পরিবারের দাবি, গতকাল রাতে সেখানেই সাপের কামড়ে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে সাপে কাটায় মৃত্যু বলে অনুমান। সঠিক কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত হবে। শ্রমিক মৃত্যু নিয়ে জেলা প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
